নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মগজ

মুয়াজ

আমি যে কি তা আমি নিজেও জানিনা

মুয়াজ › বিস্তারিত পোস্টঃ

হায়রে ফলোয়ারে রা.................. :) :)

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫

মোহাম্মদপুরে হায়দার বাবা নামে এক বৃদ্ধ ছিল। তাকে সবাই হাঁটা বাবা নামেই চিনে। নোংরা, ময়লা বেশভুসার এই লোকের ছিল লম্বা জটা ধরা চুল। তিনি সারাদিন শুধু হাঁটতেন। উদ্দেশ্যহীন হেঁটে চলতেন পথ থেকে পথে। আর তাকে ফলো করে তার পিছু নিতো অনেকেই। একজন দুইজন করে তার ফলোয়ার বাড়তেই থাকতো।



এই ফলোয়ারদের মধ্যে বেশিরভাগই জীবনের কোন না কোন খাঁজে এসে আটকে পড়া আশাহত মানুষ। কেউবা শুধুই কৌতুহলী। কোন এক অজানা আশা নিয়ে মানুষ গুলো হাঁটা বাবাকে ফলো করতো।



হলিঊডের একটা মুভি আছে, "ফরেস্ট গাম্প", ১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই মুভিতে প্রতিবন্দি নায়ক জীবনের একটা সময়ে এসে আশাহত হয়ে পড়ে এবং যেদিকে চোখ যায় দৌড়ানো শুরু করে। সে টানা ৩ বছরের বেশি দৌড়াতে থাকে। তখন তার অনেক ফলোয়ার তৈরি হয়। তারা নানা ধান্দায় নানা উৎসাহে বুঝে না বুঝে নিজেরাই নানা ব্যাখ্যা বানিয়ে তার পিছু নিতে থাকে।



আমার মাঝে মাঝে মনে হতো হাঁটা বাবা হয়তো সেই ফরেস্ট গাম্পের ই ফলোয়ার।



শুধু এই ক্ষেত্রেই নয় আমরা নানা ভাবে নানা জনকে বুঝে না বুঝে ফলো করি বা অনুসরণ করি। আর তা আরো ব্যাপকতার সাথে চলে এসেছে বর্তমান ভার্চুয়াল ভার্সনেও।

সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা নানা জনকে ফলো করতে পারি।



টুইটার বা ফেইসবুকে যাদের অনেক অনেক ফলোয়ার তাদের বেশিরভাগই সেলিব্রেটি বিশেষত নারী।



অল্প কিছু সংখ্যক এমন আছেন যাদের অনেক ফলোয়ার এর কারন তাদের উন্নত চিন্তা ভাবনা এবং লেখা অথবা সমাজ উন্নয়ন মুলক কোন কাজ।



ঘটনা হচ্ছে অনেক দিন ধরে যেটা অবজার্ভ করছি সেটা হলো, সাধারন সেলিব্ররেটিরা ছাড়াও যে সকল নারীকুল প্রচুর ছবি পোস্ট করেন বিশেষত খোলামেলা আকর্ষণীয় ছবি, তাদের অনেক অনেক ফলোয়ার। এদের মধ্যে বেশিরভাগই আবার একদিনের জন্য হলেও কোন না কোন ভাবে মডেলিং এর সাথে জড়িত। এখানে খুব সহজ অংক কাজ করে যত রসালো ছবি ততো ফলোয়ার, ততো লাইক। শুধু নারীই নয় কিছু নারী সদৃশ পুরুষ ও রয়েছেন।

(তবে এদের মধ্যে অনেক ব্যতিক্রম রয়েছে, যাদের সুচিন্তিত প্রকাশ দেখা যায়। এখানে তাদেরকে মিন করা হয়নি)



এখন আসুন দেখি আপনি যদি এদের ফলোয়ার হয়ে থাকেন তাহলে আপনি তাদের কাছে কি কি পাবেন?



সব চেয়ে বেশি যেটা পাবেন তা হল একটু পর পর তাদের নানা অঙ্গ ভঙ্গিমার ছবি।

শত শত হাজার হাজার লাখ লাখ ছবি।

;)

ঘন্টায় ঘন্টায় মন খারাপের অথবা হ্যাপিনেস এর ফিল দিয়ে বাংলিশে, হিংলিশে (হিন্দিতে) অথবা ইংলিশে (কারো কারো ক্ষেত্রে আবার ভুলে ভরা ইংলিশে) লেখা একটা বা দুইটা লাইন।



যদি কখনো দুই এর অধিক লাইন লিখে ফেলে তাহলেই হয়েছে, টাক্লামি থাকবেই।

আর যেটা থাকে তা হল বিভিন্ন স্থানের অসংখ্য চেক ইন।



আর নয়তো লিসেনিং কোন একটা হিন্দি গান অথবা ওয়াছিং কোন একটা হিন্দি ছবি।



ঘুরে ফিরে এগুলো ছাড়া তাদের কাছ থেকে মোটামুটি আর কিছুই পায় না তাদের বিশাল ফলোয়াররা।





এখানে কথা হচ্ছে যার এতো বিশাল ফলোয়ার তার তো রেস্পন্সিবিলিটিও অনেক বেড়ে যায়। সে তো তখন যা ইচ্ছা তা করতে পারে না। যা ইচ্ছা তা প্রকাশও করতে পারে না। এই দায়বদ্ধতার দায় আসলে সবার মধ্যে সব ক্ষেত্রেই থাকা দরকার। সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে তাদের একটা চিন্তাশীল বুদ্ধিবৃত্তিক প্রকাশ অবশ্যই থাকা উচিৎ।



অপর দিকে, যে অল্প কিছু সংখ্যক চিন্তাশীল প্রাজ্ঞ গুণী ব্যক্তিরা আছেন যাদের রয়েছে বিশাল সংখ্যার ফলোয়ার তাদের থেকে কিন্তু ফলোয়াররা উপকৃতই হন।



পাঠকের মনে নানা রকম চিন্তার উদ্রেক তারা ঘটাতে পারেন। এবং এর ফলপ্রসূ ফলাফল ও দেখা যায়। দার্শনিক সুচিন্তা গুলো ছড়িয়ে পড়ে সবার মাঝে। মানুষের মাঝে জন্মে প্রশ্ন। তারা নানাভাবে ভাবতে শিখে।



যখন বই পুস্তক গুলো ইলেক্ট্রনিক্স ডিভাইস গুলোর সাথে যুদ্ধ করে করে হেরে যাচ্ছে তখন এরাই কিছুটা আলো ছড়াচ্ছেন।



এখানেও দায়বদ্ধতার কথা এসে যায়। এক্ষেত্রে তাদের খেয়াল রাখা উচিৎ তাদের লেখার বা অন্য পোস্টের প্রভাবটা কেমন হতে পারে। সবার কথা মাথায় রেখেই পোস্ট দেওয়া উচিৎ। বিশেষত ইদানিং উদীয়মান অনেক জনকেই দেখা যায় যারা মাঝে মাঝে ধরাকে সরা জ্ঞ্যান করে। এবং পরিপক্ক হয়ে ওঠার আগেই অপরিপক্কতার প্রকাশ ঘটায়। যা অনেক সময় ক্ষতিকর হয়ে ওঠে।



আর আমরা যারা সাধারন ইউজার আমাদেরও ভাবতে হবে আমরা কাদের ফলো করছি বা অনুসরণ করছি।

ফেইসবুক

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্ট ভালোই পাইলাম। তবে পোষ্টের নিচে আবার ফেসবুক লিংক দিয়ে কি নিজের ফলোয়ার বাড়ানোর চিন্তা করছেন নাকি?? :P :P B-) B-)

এনিওয়ে আপনার লিংকটি কাজ করে না।

২| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

মুয়াজ বলেছেন: :)
তা নয় "কাল্পনিক ভালবাসা"
সেই ধান্দা থাকলে অনেক কিছুই করতে পারতাম। লিংক টা কাজ করছেনা কেন বুঝতে পারছি না।
:)
ধন্যবাদ

৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

আমিনুর রহমান বলেছেন:



যার এতো বিশাল ফলোয়ার তার তো রেস্পন্সিবিলিটিও অনেক বেড়ে যায়। সে তো তখন যা ইচ্ছা তা করতে পারে না। যা ইচ্ছা তা প্রকাশও করতে পারে না। এই দায়বদ্ধতার দায় আসলে সবার মধ্যে সব ক্ষেত্রেই থাকা দরকার। সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে তাদের একটা চিন্তাশীল বুদ্ধিবৃত্তিক প্রকাশ অবশ্যই থাকা উচিৎ।



চমৎকার বলেছেন +


নিজে আপনার দেয়া ফেবু লিঙ্কের প্রথমে https// অংশটুকু এডিট করে ডিলেট করে দিন তাহলে লিঙ্ক কাজ করবে।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১২

মুয়াজ বলেছেন: ধন্যবাদ আমিন ভাই। :)

৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

কলমের কালি শেষ বলেছেন: এখনতো লাইক, ফলোয়ার বৃদ্ধিকারী অনেক ওয়েভসাইট আছে ।

২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

মুয়াজ বলেছেন: তা তো আছেই। তবে নারীদের আকর্ষনিয় ছবি থাকলে এই সব লাগে না..................।। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.