নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা মন্দবাসা

১৫ ই জুলাই, ২০২১ রাত ৩:১৯




ভালোবাসার সব বাজেটে
সাদাকালো রোগ
গরিব তোমার ভালোবাসা
ভুল বিনিয়োগ

সবটা নিয়ে ভালোবাসা
সুখেতে মশগুল
গরিব আমি বলেই বুঝি
ভালোবাসা ভুল!

ভুল নয় তো ভুল নয় গো
মুগ্ধতা এক বুক
খুব করে তাই অহংকারে
ঘুরিয়ে রাখে মুখ

নরম মনের বাইরেটা ওর
কঠিন আবরণ
কঠিনতা ঠিক ভেঙেছি
পেয়ে গেছি মন

ভালোবাসায় ঠোঁট মুড়িয়ে
বলত কত কথা
এখন বলে সাহিত্য সব
হারাই আমি ভাষা

আমার বাড়ি পাঠাইয়ো মন
বসতে দেব বুক
সঙ্গে কাঁধও এগিয়ে দেব
রাখতে যে চিবুক

বুকের কঠিন খাঁচা দিয়ে
মন বাঁধতে চাও
খাঁচা ভেঙে মন নিয়েছি
চাইছো যেতে তাও!

ভালোবাসা সবটা নিয়ে
অহং-গ্রীবা তুলে
এখন নাকি মন্দবাসা
বলে যেতে ভুলে!


(বি. দ্র. প্রথম চার লাইন লেখক ও কবি আহসান কবির ভাইয়ের লেখা থেকে।)

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২১ ভোর ৬:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কবিতা বেশ ভালো লেগেছে। তবে দাড়ি কমা না থাকাতে পড়তে গিয়ে কেমন যেন মনে হচ্ছিলো। আগামীতে আরো লিখবেন সেটাই প্রত্যাশা করছি। ভালো আর সুস্থ থাকুন। ধন্যবাদ।

২২ শে জুলাই, ২০২১ রাত ১০:০২

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ। আগামীতে আরও চেষ্টা করব। অনেক শুভকামনা।

২| ১৫ ই জুলাই, ২০২১ ভোর ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে জুলাই, ২০২১ রাত ১০:০২

মুবিন খান বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৮

হাবিব বলেছেন: ভালো লিখেছেন।

২২ শে জুলাই, ২০২১ রাত ১০:০৩

মুবিন খান বলেছেন: আপনার দেয়া এই সনদ ভবিষ্যতে কাজে লাগবে বলে আশাপ্রকাশ করছি।

৪| ১৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

২২ শে জুলাই, ২০২১ রাত ১০:০৩

মুবিন খান বলেছেন: আপ্লুত হলাম। কৃতজ্ঞতা আপনাকে।

৫| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৭

আল-ইকরাম বলেছেন: ভাল লিখেছেন। নিরাপদে থাকুন।

২২ শে জুলাই, ২০২১ রাত ১০:০৪

মুবিন খান বলেছেন: আপনার দেয়া এই সনদ ভবিষ্যতে কাজে লাগবে বলে আশাপ্রকাশ করছি। আপনিও নিরাপদে থাকবেন। অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.