নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

জুতা তৈরির কয়েকটি মেশিন (ILET-Footwear Engineering Workshop)।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৬

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল :D

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫২

মুচি বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

নীল জানালা বলেছেন: বেচবেন্নাকি? কয় পয়সা দাম?

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৫

মুচি বলেছেন: মাথা খারাপ !! শেষে আমারে ডিগ্রি না দিয়া চৌদ্দ শিকের ভেতর ঢুকাইব।

তয়, ৪-৫ কোটি নিয়া আইসেন, পয়সা না ট্যাকা। রিস্ক ১খান নিতেও পারি।

৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন ....

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৫

মুচি বলেছেন: ধইন্য...।

৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই ফাও বিলাইলে আমারেও কয়েক পিছ দিয়েন... =p~ =p~

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

মুচি বলেছেন: বিবেচনায় রাখলুম। !:#P !:#P :-0

৫| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৪

রিফাত হোসেন বলেছেন: ++

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২২

মুচি বলেছেন: --

৬| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৩

রবি_জল বলেছেন: ++ কমেনটা দিতে ভুলে গেছিলাম । :)

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩

মুচি বলেছেন: ধন্যবাদ


;)

৭| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৪

আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন: বর্ণনা দিলে ভাল লাগতো :)

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬

মুচি বলেছেন: আসবে। অন্য কাজে ব্যস্ত তাই লেখার সময় পাই নি। আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য কোনদিন সময় করে লিখব।

;)

৮| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮

আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন: ধনেপাতা :D

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪২

মুচি বলেছেন: :!> :#>

৯| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: মুচি ভাই বড়ই উত্থপাদনশীল......

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫২

মুচি বলেছেন: উত্থপাদনশীল !!!! :-P :-P :-P =p~

১০| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৩

বাংলাদেশী দালাল বলেছেন: সামুতে এখন মুচির খুবই প্রয়োজন। যে কোন সময় বর একটা অর্ডার পাইতে পারেন।

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৫

মুচি বলেছেন: ক্যারে ভাই, সামুর মাইনষের কি জুতা নাই, নাকি সব চুরি হইয়া গ্যাছে??

B:-) B:-) :|| :-*

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৬

মুচি বলেছেন: বর অর্ডার দিতে মুচি লাগব ক্যান !!!


:|| :|| :|| :|| :|| B:-) B:-)

১১| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৯

বাংলাদেশী দালাল বলেছেন: খবর কি কিছু রাখেন না? সামুতে কেচাল লাগছে। কে কার লাইগা জুতার অর্ডার দেয় দেখার আছে।

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৬

মুচি বলেছেন: ওখে !! আমি রেডি!! টাইম মতন আওয়াজ দিয়েন।

:D :D :D :)

১২| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৬

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই কেন জানিনা তবে, আপনার যেকোন পোস্ট / আপানার নিক / মন্তব্য দেখলে সিরিয়াসনেস চলে যায়।

খালী হাসতে মুন্চায়।

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪৬

মুচি বলেছেন: যত পারেন হাসেন। হাসি হৃদয়ের জন্য বড়ই দরকারি বলেই।

হাসতেই থাকুন, হাসতেই থাকুন, যতক্ষন পর্যন্ত পেটে খিল লেগে না যায়। =p~ =p~ =p~ =p~ =p~

১৩| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩০

বোকামন বলেছেন: বর্ণনাসহ পোস্টের অপেক্ষায় থাকলাম ....

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪৭

মুচি বলেছেন: আসিতেছে হয়ত শীঘ্রই। ;)

১৪| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৯

আকাশ_পাগলা বলেছেন: ছবি টবি সবাই তুলতে পারে। গুগলেও পাওয়া যায়।
কোনটা কী করে বিস্তারিত জানিয়ে দিতে পারলে আনন্দ পেতাম।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪

মুচি বলেছেন: পাবেন। গুগল থেইকা মে.বা. খরচ করার কি দরকার, নিজের কাছে যদি ১টা ক্যামেরাওয়ালা সেলফোন থাকে। :পি

১৫| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪০

হ্যাজাক বলেছেন: আমার জুতাখানা সেদিন চোরে নিয়ে গেছে। এখনো কিনতে পারি নাই আমারে একটা দেওন যায়?

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬

মুচি বলেছেন: ভাই যে কয় জোড়া জুতা বানাইছিলাম সেটা বাক্সবন্দি অবস্হায়। আপনাকে দিতে পারলাম না বলে লজ্জিত।

কষ্ট করে ১ জোড়া কিনে নিবেন।

১৬| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: পিলাস

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৭

মুচি বলেছেন: থ্যাংকু!!

১৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

আমার পায়ের সাইজের পছন্দমতো জুতা সবসময় পা্ওয়া যায় না। আমি একটু বেশিই লম্বা কি না।

যদি .....কয়েক পিস আমার জন্যে .... :!>

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

মুচি বলেছেন: সাইজ ও রিকুয়্যারমেন্ট দিয়ে যাইয়েন, সময় হইলে বানাইয়া দিমুনে।

;)

১৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২

সরোজ রিক্ত বলেছেন: এগুলো কি বাংলাদেশে?

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৮

মুচি বলেছেন: জী বাংলাদেশে। দেখে কি বিদেশ মনে হয় নাকি? আই.এল.ই.টি তে খোঁজ নিয়েন। স্বচক্ষে দেখে আসবেন।

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫

আরজু পনি বলেছেন:

শেষে চোখ টিপলেন ক্যান! X(

দিমু না :(

কতো আশা করছিলাম, এইবার বুঝি জোড়ায় জোড়ায় জুতা পামু, তা আর হইলো কই :( X( :((

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৫

মুচি বলেছেন: হবে হবে.... সবুরে মেওয়া না ফললেও জুতা ফলবে।


=p~ =p~ =p~ :-0

২০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বাংলাদেশে জুতার মার্কেট কেমন?
যে ইনভেস্টমেন্টের কথা বললেন, তাতে কেমন ফিডব্যাক পাওয়া যায়??

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮

মুচি বলেছেন: মার্কেট কি আর কম রে ভাই, মানুষ তো আর কম না। ভিনদেশে মানুষ কম, কিন্তু জুতা তারা কেনে বেশি, আর আমাগো দেশে মানুষ জুতা কম কিনলেও মানুষ কিন্তু কম না, তাই পায়ের সংখ্যাও বড় বেশি। যত মানুষ তার ডাবল জুতা।

দেশের মাইনষে না কিনলে বিদেশে পাঠাইবেন আর ডলার, ইউরো কামাইবেন।

=p~ =p~

২১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যাপারটি কি আসলেই এত সহজ?
আচ্ছা বলুন তো, দেশিয় মার্কেটের সবচেয়ে বড় বাধা কি? প্রাইজ? কোয়ালিটি?

৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৭

মুচি বলেছেন: কোন ব্যবসাই সহজ না, আবার মন দিয়ে করলে সব কাজই সফলতার মুখ দেখে।

মার্কেট নিয়ে এখনও ভাবছি না। তাই ঠিক বলতে পারছি না। বাংলাদেশে তো যে কোন বিজনেসই বাঁধা আছে। যথেষ্ট পুঁজি থাকলে সবই সম্ভব হবে।

আরে ভাই পাইকারি না পারেন, খুঁচরা বিক্রি করবেন। কয়েকটা জাঁকজমকপূর্ণ শো-রুম দিয়ে দিবেন। জুতার আঠা, সেলাই, চামড়া, সিনথেটিক সব ভালো করে দিবেন। জুতা আবার চলবে না। তরতর করে সব বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ।


জ্ঞান বাড়লে বিস্তারিত বলব।

:#> :#>

২২| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৮

শিপন মোল্লা বলেছেন: একটি সুন্দর জুতা বানাবার লক্ষে, কত পড়াশুনা। আমি তেমন পড়াশুনা করি না, তবুও একদিন ভালো জুতা বানাবার স্বপ্ন দেখি।

৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৬

মুচি বলেছেন: হুম । একজন জুতার ইন্জ্ঞিনিয়ারের স্বপ্ন, আর যাই হোক অবাস্তব নয়।

:) :) :)

২৩| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

অনির্বাণ রায়। বলেছেন: সাব্বাস দোস্ত চালায়ে যা, তোরেই খুজছে মুচি সম্প্রদায় =p~ =p~ =p~

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩

মুচি বলেছেন: তুই কি??

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

মুচি বলেছেন: :P :P :P !:#P !:#P =p~

আরেক ...... সমগোত্রীয়।

২৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ছবি দেখলাম.....তয় লাভ হ্য় নাই যন্ত্রের নাম জানা নাই কামও জানা নাই...... ভালো যন্ত্রের চেহার ছুরত সুন্দর........

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫

মুচি বলেছেন: নামে কি এসে যায়? চেহারায়ই বা কি এসে যায়? কাজটা আমি জানলেই হবে। সবাই জেনে গেলে আমার কাম নিয়া টানাটানি পইড়া যাইব। :P :P

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

উজবুক ইশতি বলেছেন: সুন্দর লাগ্ল দোস্ত

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭

মুচি বলেছেন: তুমি কে ওরে উজবুক ছেলে, তুমি কি দেখ নাই আগে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.