নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

তুমি নেই তাই হয়েছে কি?

১৫ ই জুন, ২০১৬ রাত ১:১৩

আমার বিছানার ভাগ আর আমি দিব না তোমায়,
তুমি যদি ফিরে আসতে চাও আবার- তবুও না।
আজ থেকে আমি পরম স্বাধীনতায় ঘুমাবো একা,
বিছানার এপাশ-ওপাশ করে, পালাক্রমে বালিশ
বদল করে, আমি খুব ঘুমাবো রাত-ভোর করে।
স্মৃতির ওপাশে থাকা সেই দিনগুলোর মতন করে
আজ ঘুমাবো আমার একার ঘরে- ইচ্ছেমতন ঘুম।

যদি খুব একা লাগে, তোমায় নিয়ে মধুর কোন
স্মৃতি মাঝরাতে ঘুমকে ভেঙে দেয়- তবু আমি
ডাকবো না তোমায় আবার প্রেমের অধিকারে;
বহুদিনের শয্যাসঙ্গী আমার পাশ বালিশটাকে
আবার ফিরিয়ে আনব বিছানায় পরম মমতায়,
বহুদিন কেটেছে একা আমার পাশ বালিশটার।

কেমন আছো, কিভাবে আছো- জানতে চাইব না,
আমি আমার বিছানায় যেমন ইচ্ছে তেমন ঘুমাবো,
যেপাশে খুশি- সেপাশে শুয়ে থাকবো তৃপ্তিভরে,
নি:সঙ্গ পাশ বালিশটাকে মায়াভরে বুকে জড়াবো,
তোমার আগমনে খুব নিগৃহীত হয়েছে সে বালিশ,
তোমাকে জায়গা করে দিতে আলমারির ড্রয়ারটা
ছিল ওর বাসস্থান, কিন্তু আজ আর নয় সে লাঞ্ছনা,
আমার বিছানায় তুমি নও, থাকবে পাশ বালিশ।

ইচ্ছেমতন যখন খুশি ঘুমাবো, নিজের মতন ঘুম,
মাঝরাতে আমার ৫.১ স্পীকারে গান ছেড়ে দিয়ে-
বিছানায় গা এলিয়ে ঘুমাব পাশ বালিশ সাথে নিয়ে,
তোমার গায়ের সুবাশ ভুলে থাকব এয়ার ফ্রেশনারে।
মাঝরাতে ফ্যানের বাতাসে তোমার এলোচুল উড়ে
আমার মুখে এসে আর ঘুম ভাঙাবে না, কি মজা!

আমার বিছানা, আমার বালিশ, আমার ছোট ঘর-
এখন থেকে শুধুই আমার, তারা আর তোমার নয়,
ইচ্ছেমতন বালিশ নিয়ে ঘুম আর কেউ করবে না
নালিশ তোমার মতো- বকবে না আর ভালবেসে,
তবু আমি ডাকছি না তোমায় কাছে, ভুল করে আর,
আজ থেকে আর আমি নেই যেমন তোমার পাশে,
জেনে রেখো- তুমিও নেই আর আমার বসবাসে।

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ রাত ২:৫২

সম্রাট৯০ বলেছেন: ভালো লেখা ভালো লাগা

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:২৫

মুচি বলেছেন: অশেষ ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.