নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

সংকীর্ণ সংকটে

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

আমি কাঠ হয়ে রই- যা ঘটে ঘটুক,
আমি দেই না সাড়া যা রটে রটুক;
অদ্ভুৎ সময়ে আমার আজ বসবাস,
ভয় হয় কি যেন বলে ফেলি বেফাঁস!

নিস্তরঙ্গ সময়ের জলে ঢেউ জেগেছে,
চিরশান্তির শহর তাতে গিয়েছে ভেসে।
আমি জানি না আজ কি আছে উপায়,
কি হবে এরপর সবই তো অজানায়;
নিষিদ্ধ নগরীর বিষমাখা রক্ত চাহনি
করে দিচ্ছে লাল আজ সবুজ ধরনি!

বেঁচে থাকার যত ছিল অধিকার,
ধীরে ধীরে হয়ে যাচ্ছে নিরাকার।
বয়সের ভাড়ে ন্যূব্জ এ পতিত নগরে
আমরা কতক অতীত- নবীন শরীরে
প্রাণ খুঁজে ফিরি তবুও- তুমুল বেগে
ভাষাহারা মিছিলে- স্লোগানে আবেগে।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৫০

সিগনেচার নসিব বলেছেন: নিস্তরঙ্গ সময়ের জলে ঢেউ জেগেছে,
চিরশান্তির শহর তাতে গিয়েছে ভেসে।
আমি জানি না আজ কি আছে উপায়,
কি হবে এরপর সবই তো অজানায়;
নিষিদ্ধ নগরীর বিষমাখা রক্ত চাহনি
করে দিচ্ছে লাল আজ সবুজ ধরনি


দুঃখজনক হলে সত্য। চমৎকার লিখেছেন ভাই ।
ভাল লাগা রইল

০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

মুচি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।

২| ০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২২

মো: অাজগর আলী বলেছেন: খুব সুন্দর লাগলো ভাই

০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

মুচি বলেছেন: ধন্যবাদ ভাই।

নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.