নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

দ্বিধান্বিত

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৯

আমার সামনে দুটো রাস্তা-
হয় যা চাচ্ছি তা রেখে হাতের সামনে যা আছে তা তুলে নেই,
নয়তো যা চাচ্ছি তার জন্য অপেক্ষা করি।
দ্বিতীয় রাস্তায় আবার দুটো বাঁক আছে-
হয় যা চাচ্ছি তা পেয়ে সুখে দিনাতিপাত করি,
নতুবা যা চাচ্ছি তা ধরা না দিয়ে দূরে রয়েই যাবে,
আমি শূন্যহাতে বাকিটা পথ চলব তবে।

প্রথম রাস্তাটা আপাত সহজসাধ্য মনে হচ্ছে,
কিন্তু সহজলভ্য বস্তুর দাম দেই কম আমরা,
সস্তার না আবার তিন অবস্থা হয় !
চাহিদার বিপরীতে যোগান কেমন সেটাও আলোচ্য।

আবার কিছু না পেয়ে যা আছে তাও ভালো,
কিন্তু কষ্টলভ্য বস্তুটা একটু বেশিই মধুর হয়।
যদি পেয়ে যাই একবার! বেশ তো হবে।
কি করি ! কি করি? আছে কি উপায়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.