নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

প্রজাপতি ও কৃষ্ণ বালক।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

নি:স্তব্ধ পৃথিবীর পরে পড়ে আছে এক আহত পতঙ্গ,
ডানাছেড়া, দু'টো পা ভাঙা- উড়ে যেতে অপারগ সে।
নেই স্বপ্ন তার আর সামনে বাড়ার, অন্তিম ক্ষণের জন্য
অপেক্ষায় সে, যে সময় আছে তার অপেক্ষায় ও এখন।
খুব দ্রুতই ঘটতে চলেছে চরম বিচ্ছেদ তার ও আত্মার,
এরপরেই পরমাত্মার সন্ধানে ছুটবে সে অনন্ত যাত্রায়।

রোদ পড়ে চিকচিক করছে ঘর্মসিক্ত এক কৃষ্ণ বালকের
আদুল গা, ঘামের কণায় হিরের চমক, চোখে উৎকণ্ঠা!
সরষে ফুলের ওপর পড়া এক নীলচে কালো খোলস,
যার পেছন ছুটেছে অনকেটা সময়, তাড়িয়ে বেড়িয়েছে
অনেকটা পথ, শুধু একটু আদর করবে বলে পোকাটাকে।
প্রজাপতিটা উড়ছিল- পিঙ্গল সরষে ক্ষেতময় বেখেয়ালে,
ফুলে ফুলে মধু কুড়ে শুষে নিচ্ছিলো তার লম্বা চঞ্চু দিয়ে,
কৃষ্ণ বালকের চোখে কালচে প্রজাপতিটার বর্ণমিল বেশ,
বিকেলের কাত হওয়া রোদে উজ্জ্বল দুটো শরীরে মিল,
তাই তো সে ভেবেছিল বন্ধু হবে কালো প্রজাপতির আজ,
এমন করে বিকেলবেলা আর থাকবে না সে একা একা;
প্রজাপতিকে বন্ধু ভেবে হাত বাড়িয়েছিল সে কৃষ্ণ বালক,
ডানা দু'টো ধরে আদর করেছিল সে- আলতো করেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, অভিনন্দন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

মুচি বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.