নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থতা আমার প্রাপ্য

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৫

আরও একবার এ হৃদয়টাকে দুমড়ে-মুচড়ে নীল করে দাও,
সতেজ-লাল থেকে কি হবে-এ হৃদয়ের যদি না থাকে কেউ?
তার চেয়ে বরং বিষে নীল করে আমায় চলে যাও তুমি বহুদূর,
যেখানের খোঁজ আমি পাবো না এতখানি দূর চলে যেও তবে।
রাখবো না আমি কোন অভিমান, ভুলে যেও শুধু অস্তিত্ব আমার,
এই কাকডাকা শহরের কোন এক কোণে সুখে থেকো তুমি।
দূরে যেয়ে যদি সুখী হতে পারো, হও সুখী তুমি আমায় ছেড়ে,
নেই অভিযোগ তুমি চলে যাওয়ায়, শুধু অনুরোধ- ব্যথা ঢেলে যেও।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

পলাশমিঞা বলেছেন: জীবন সত্যি সুন্দর। বাঁচতে শিখতে হয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

মুচি বলেছেন: বেঁচে থাকাটাই স্বাভাবিক। সুন্দর করে বাঁচাটা সবার বোধহয় হয় না। তারপরও যতটুকু ভালো থাকা যায়।

ধন্যবাদ মন্তব্যের জন্য। :)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

পলাশমিঞা বলেছেন: ভালো থাকার চেষ্ট করলে ভালো থাকা যায়।

ভালো থাকবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

মুচি বলেছেন: চেষ্টা করছি ভাল থাকার, যতটা সম্ভব। ভালো আছিও - অনেকের চেয়েতো বটেই। আপনিও ভালো থাকবেন। শুভ কামনা।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



যাক, শেষ অনুরোধটা মোটামুটি সহজ আছে, করা সম্ভব হবে হয়তো!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭

মুচি বলেছেন: হয়তো। =p~

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০

চাপাবাজ ফালতু বলেছেন: অদ্ভুত অনুভূতি...!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮

মুচি বলেছেন: অনুভূতি তো অদ্ভুৎ হবেই। নইলে সে অনুভূতি হবে কেন? ভালো থাকবেন, ব্লগে থাকবেন।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬

পলাশমিঞা বলেছেন: সবার মঙ্গল হোক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯

মুচি বলেছেন: সেটাই... সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক- যতটা সম্ভব। শুভ সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.