নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

ভালো থেকো যত সুন্দর ফুল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

ভালো থেকো নীল অপরাজিতা, ছড়িয়ে তোমার মুগ্ধতা,
কালোত্তীর্ন মোহময় রূপ তোমার দেখে যাক একলা মানব।

ভালো থেকো- না ফোঁটা গোলাপ, কলি হতে বেরিয়ো না,
স্পর্শ লেগে নষ্ট হলেও মুখটি লুকিয়ে থেকো তুমি বরং,
বৃন্তের আবরনে বসে দিয়ে যেয়ো ব্যথা যত মানবের মনে।

ভালো থেকো ভিনদেশী গ্লাডিওলাস- শান্ত, স্থির সুললিত,
শোভা তোমার দেখে যাক লোকে, সতেজ জমিনে না হোক,
দামী ফুলদানির মাঝে থেকে মানবের মন পাগল করে যাও।

ভালো থেকো জলে ভেজা স্নিগ্ধ কমল, জলাধারের মাঝে বসে,
চারপাশে তোমার অস্থির জল, আর মাঝে সুস্থির তুমি হাস্যভরা,
তোমায় ছোঁয়া বড় আয়াসের, নেই কোন পথ তোমায় ছোঁয়ার,
দূর হতে দেখেই মানব খুশি থাকছে, তুমি সুন্দর- চিরযৌবনা।

ভালো থেকো ও লাল কৃষ্ণচূড়া, থরে থরে বিন্যস্ত তুমি বেশ,
কলি হতে সদ্য ফোঁটায় লালচে-কমলা সৌন্দর্য্যের ঢল তোমার,
না ছোঁয়ার দূরত্বে, লম্বা পল্লবিত বৃক্ষের বেশ ওপরে তুমি আছ,
এতটুকু উঁচুতে যে, যায় না ছোঁয়া হাত বাড়ালেই তোমায় আর,
দূরে থেকেই তুমি পেয়ে যাও নি:সঙ্গ মানবের হৃদয়ের বন্দনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.