নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নভ্রষ্ট প্রেমিক

১০ ই মার্চ, ২০১৭ ভোর ৪:৩২

হয়তো কোন এক সন্ধ্যেবেলা তোমায় দেখব আমি,
মায়াময়-মোহময় হয়ে তুমি তাকাবে আমার পানে,
নি:সংকোচে আমিও একমনে চেয়ে রবো ঐ দু'চোখে,
তুমি হয়তো একচিলতে মিষ্টি হাসিতে ভাসাবে আমায়,
আমি কাঠ হয়ে চেয়ে থাকবো তবু গভীর অনিশ্চয়তায়।
ভাবব, সত্যিই কি তুমি সামনে দাঁড়িয়ে দেখছ আমায়!

হয়তো এক রাত গভীরে তুমুল রোদে তুমি আসবে কাছে,
আমি অবাক হয়ে যেয়ে দেখবো তোমায় প্রবল আকাঙ্ক্ষায়,
আমার হাত ছুঁয়ে বলবে হঠাৎ, "বলো নি কেন, তুমি আমার?"
সে স্পর্শে আমার শরীরে বিদ্যুৎ খেলে যাবে- আপাদমস্তক,
আমি বাকহারা হয়ে শুধু দেখবো তোমায়- অবিশ্বাস্য চোখে!



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৬

ওমেরা বলেছেন: দেখতে দেখতে চোখ যেন আবার ঘোলা হয়ে না যায় ভাইয়া ।

১০ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

মুচি বলেছেন: স্বপ্নে চোখ ঘোলাই থাকে...। !:#P

২| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫০

কানিজ রিনা বলেছেন: বিশ্বাসথাকাভাল।

১০ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৬

মুচি বলেছেন: হয়তো.....।

৩| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

দীপ্ত দেব অপু বলেছেন: চোখ আর কল্পনা অনেক কথা বলে দিচ্ছে।

১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৩

মুচি বলেছেন: বন্ধ চোখ-স্বপ্নময়, কিছু কল্পনার আবেশ ঘুমে জেগে ওঠে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:২৯

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: আমার হাত ছুঁয়ে বলবে হঠাৎ, "বলো নি কেন, তুমি আমার?"এই লাইনটি বেশ ভাল লাগলো।

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৬

মুচি বলেছেন: ধন্যবাদ। কষ্ট করে পড়ার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.