নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

আসমুদ্র একাকীত্ব

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২২

আমি আছি, বেঁচে আছি আমার মতন;
এ এক ছেঁড়া দ্বীপে, মহাসমুদ্রের মাঝে,
আমিই একমাত্র নাগরিক এর,
চারপাশে বালুচর, বালুর সৈকত,
তার চারপাশে নোনাজলের ছলাৎ ছলাৎ,
মাঝখানে আমি ও আমার জগৎ একার;

নেই কেরোসিন,
জ্বলবে কিভাবে বলো- এই প্রদীপ তবে?
নেই কোন উপায় আর আমার
ঘন কালো আঁধার তাড়াবার।
তাই বসে থাকা- একা একা,
আঁধারের মাঝে, আঁধারকে সঙ্গী করে।
আকাশের মিলিয়ন-বিলিয়ন তারার সাথে
বসে বসে রাত কাটে আমার,
মাঝে মাঝে চাঁদ এসে সঙ্গ দিয়ে যায়;
মাঝে মাঝে কালো মেঘ উড়ে যায়,
সাথে বাড়িয়ে দেয় আঁধারের ঘনত্ব,
আলোক বর্ষ দূরের তারারা দেয় না দেখা,
কিছু নোনা জলের ঝাপটা এসে সঙ্গ দেয় তখন।

ভয়ের বাতাস, অকপট এসে উড়িয়ে নিয়ে যায়
আমার পৃথিবী, ভয়ের রাজ্যে ঈস্বরের বাণী-
সাহস যোগায়, দেয় বেঁচে থাকার আশ্বাস,
কিছু তো হবে এই ব্যর্থ জীবনে, কোন সাফল্য ধরা দেবে,
কেউ তো আসবে এক বোতল কেরোসিন নিয়ে,
আমার প্রদীপে আগুন জ্বালাতে।
আমার আঁধার ঘুচবে, আমিও বেঁচে থাকবো,
সমুদ্রপাড়ে বার-বি-কিউ করবো;

নতুন করে বাঁচবার জন্য অপেক্ষায় থাকি নতুন ভোরের।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২২

এ.টি. নূর শেখ লিটা বলেছেন: নতুন করে বাঁচবার জন্য অপেক্ষায় থাকি নতুন ভোরের।

ভালো লিখেছেন।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

মুচি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৬

নদীর মোহনা বলেছেন:
নতুন করে বাঁচবার জন্য অপেক্ষায় থাকি নতুন ভোরের।

সবাই এই প্রত্যাশা নিয়ে বেচে থাকুক এই কামনা। ভাল লাগল। সুন্দর লিখেছেন।

২০ শে জুলাই, ২০১৭ রাত ১:০৪

মুচি বলেছেন: ধন্যবাদ। :)

৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

সমুদ্রপাড়ে বার-বি-কিউ করবো; আচ্ছা ভাই বারবি কিউ না করে নারকেলের লাড্ডু বানালে ভাল হয় না। দেশজ সম্পদ নারকেল। অবশ্য আপনার নিজস্ব ব্যাপার। মনে কষ্ট নিবেন না।


কবিতা যথেচ্ছ উঁচুতলার। ভাল লেগেছে!

২০ শে জুলাই, ২০১৭ রাত ১:০৬

মুচি বলেছেন: ভাই, সুপরামর্শের জন্য ধন্যবাদ। পরবর্তিতে এরকম কিছু লিখলে আপনার পরামর্শের কথা মাথায় রাখব। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.