নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন ও অপেক্ষা আমার

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৩:০৩

কোন একদিন স্বপ্ন ছোঁয়ার ছলে
থাকবো আমি জানলা ধারে বসে,
অশ্রু আমার রাখবো আড়াল করে
বাহির পানে মুখ বাঁকিয়ে রেখে।
স্বপ্ন আমি সাজাই দু'চোঁখ ভরে,
রাত গভীরে চাঁদের পানে চেয়ে;

জ্যোছনা ছড়ায় চাঁদের বুক থেকে,
আড়ালে তার সূর্য অবাক হাসে,
প্রখর তার দিনের আলো ভেসে
রাত গভীরে আজব মায়ায় সাজে।

হয়তো সেদিন স্বপ্ন বদলে যেয়ে
নতুন কোন স্বপ্ন ভিড়বে এসে,
হারানো সব স্বপ্ন-স্মৃতির সাথে
সুখের আশা হারিয়ে গেলেও পরে,
ঠিকই নতুন স্বপ্নে বিভোর হয়ে-
আমার ছোট জানলা ধারে বসে
চেয়ে রবো নীলাকাশের দিকে;
সূর্য তখন আলোয় প্রখরে ভেসে
চাঁদের আকার পূর্ণ ঢেকে দেবে,
আমি তখন থাকবো অপেক্ষাতে-
চাঁদ ফুটবে আমার আঁধার রাতে।



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১২

রানার ব্লগ বলেছেন: ভালো হয়েছে, পছন্দ জানিয়ে গেলাম। চা কি পাবো ?

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২

মুচি বলেছেন: ধন্যবাদ। কষ্ট করে বাসার পাশের টং দোকানে যেয়ে আমার নামে খেয়ে নিবেন ১ কাপ চা। :)

২| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৪

কেন্দ্রবিমুখ সঞ্জয় বলেছেন: অনেক ভালো লিখছেন

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২

মুচি বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৯

বিজন রয় বলেছেন: যতক্ষণ জীবন থাকে ততক্ষণ স্বপ্ন শুধু আসে আর যায়, আসে আর যায়।

মায়া আর স্বপ্ন জড়ানো কবিতায় ভাললাগা জানিয়ে যাই।

ছবিটি প্রথমে দিলে ভাল হয়।

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৪

মুচি বলেছেন: ধন্যবাদ দাদা। আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রেরণাদায়ী।

পরামর্শটা পরবর্তীতে কাজে লাগাব। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.