নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

তোর জন্য আমার অভিশাপ

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪২




পড়ে যা তুই, মরে যা,
বহুতল ভবনের সুউচ্চ ছাদের কার্ণিশে দাড়িয়ে
সেলফি তুলতে তুলতে তুই পড়ে যা,
পিষে যা নিচের বাঁধানো কংক্রিটে,
দুমড়ানো মাংসপিণ্ড হয়ে যা।
ঐ সুন্দর দেহ থেকে খসে পড়ুক
যত রক্ত-মাংস তোর।

যদি বেঁচে থাকিস, তবে-
বিশ্রী থেকে বিশ্রীতর হয়ে যা,
তোর যৌবন কুঁড়ে খাক- লোলুপ পুরুষ;
নিহত স্বপ্ন নিয়ে বেঁচে থাক আজীবন।
বারবার ভেঙে যাক তোর প্রচণ্ড বাঁধ,
ভেসে যা তুই অবর্ণনীয় দু:খের স্রোতে।
বাণভাসি মানুষের ন্যায় বেঁচে থাক
অপরের অনুগ্রহ নিয়ে।
সুখের ছিটেফোঁটাও যেন ছিটে না আসে
জীবনে তোর, থাক শত অভিশাপে।

আমি নিয়ম ভেঙে তোর ক্ষতি
চেয়ে যাব- বাকিটা জীবন।
হোক পাপ, নেই পূণ্যের লোভ,
জীবনের একটাই আশা আজ-
শুধু তোর ধ্বংস দেখতে পাওয়া।
আমি নিচ অনেক- অচ্ছুৎ প্রেমিক;
দেখা দিস না শুধু আমায় কখনও।






[বিদ্র: সত্যি সত্যি চাই না এসব, কিন্তু কল্পনায় মাঝে মাঝে মনের পশুত্বকে উপভোগ করি।]

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

এই ঘৃনার থেকে নিস্তার নেই.... পুড়ে যাক.....

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৩:৫২

মুচি বলেছেন: ঘৃণাটাই একমাত্র অবলম্বন বেঁচে থাকার। ভালো থাকবেন।

২| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৬

বিজন রয় বলেছেন: মনের পশুত্বকে উপভোগ করি............ না, ঠিক নয়।

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

মুচি বলেছেন: দাদা এ জীবনের তো কত কিছুই বেঠিক গেল। আরও ২/১ টি বিষয় বেঠিক না হয় যাক। ক্ষতি কারো ক্ষতি তো নেই। :(

৩| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

কানিজ রিনা বলেছেন: নিজের পশুত্ব বুঝতে পারা যায়? নিজের
পশুত্ব ধরে রেখে অপরের অভিশাফ।
উপর দিকে থুথু মারলে নিজের মুখে
এসে পড়ে। ঘৃনা যার জন্য,সে হয়ত
আরও বেশী ঘৃনা করে। ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

মুচি বলেছেন: সে হয়তো জানেই না। হা হা হা হা। সো নো রিস্ক ফর মি। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.