নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

বিমূর্ত মুহূর্ত তখন

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২



মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকে,
গত সে দিনের ছবি এখনও ভাসছে চোঁখে,
পাশাপাশি, সামনা-সামনি আমরা দু'জন
জড়সড় বসে সে মৃদু আলাপন।
কিছুটা চপল হৃদয়, খানিকটা দ্বিধায়
ভালই কেটেছে ভাবছি মুহূর্ত তখন।

প্রকৃতিটা ছিল আমাদের অনুকূলেই তখন
মেঘ মেঘ আবছায়া আর কিছু বৃষ্টি ক্ষরণ।

আবার কি হবে দেখা?
হবে কি কিছু কথা শুধু দু'জনের?
ভয় হয়, ভয় পায় এ ব্যর্থ হৃদয়।



- অভি
১ অগ্রহায়ণ, ১৪২৪ বাংলা,
১৫ নভেম্বর, ২০১৭ খ্রিস্টাব্দ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০৬

রাতুল_শাহ বলেছেন: বিবাহ করেন, ভয় আসবেনা।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

মুচি বলেছেন: মেয়ে তো রাজি নয়...। :'( :'(

২| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

ফয়সাল রকি বলেছেন: ভয়কে জয় করে এগিয়ে যান।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

মুচি বলেছেন: ধন্যবাদ। ভয়ের আগেই জয়। :)

৩| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর, ছবিটাও সুন্দর।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

মুচি বলেছেন: কবিতাটি আমার, ছবিটা সংগৃহিত। ধন্যবাদ। :)

৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২২

রাতুল_শাহ বলেছেন: অন্য মেয়ে বিবাহ করেন।
বিবাহে আছে বরকত।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০২

মুচি বলেছেন: মেয়ে দেখেন ভাই। পাত্র বর্তমানে বেকার। B:-/

৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৭

রাতুল_শাহ বলেছেন: এজন্যই তো বললাম, বিবাহ করেন।
বন্ধুরা বেকার ছিলো, সবাই বিবাহের পর সরকারী চাকর হয়েছে। তারা বলে বিবাহে বরকত।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৫৭

মুচি বলেছেন: ভাই তাড়াতাড়ি একটা ভালো পাত্রি খুজে দেন। যে এই বেকার ছেলেকে বিয়ে করে সরকারি চাকুরি প্রাপ্তিতে সহায়তা করবে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.