নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

বিষাক্ত তরল

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৯



এনে দে কেউ আমায় আজ এক পেয়ালা মদ,
দামী কোন বিদেশী লাগবে না আমার অত,
দেশী যেকোন মদ- শুধুমাত্র বিশুদ্ধ হলেই হবে,
এমনকি পাহাড়ি মহুয়ার হাড়ি হলেও চলে।
মদের পেয়ালা থেকে ঢক ঢক করে গিলে খাব,
আমার অন্তর বেয়ে নেমে যাবে বিষাক্ত তরল,
ধুঁয়ে দেবে ঘিড়ে থাকা যত জ্বালা আর যন্ত্রণা ,
বিষে বিষ ধ্বংস করতে জানা নেই অন্য উপায়।
এতে হোক তবে পাপ আমার জঘণ্যতম কোন,
কিসের পরোয়া তাতে যদি থাকে অন্তরজ্বালা এত?

আমার আজ বড় প্রয়োজন এক পেয়ালা মদ,
আমি ঢক ঢক করে গিলে ফেলি তার সবটুকু;
মদ গিলে আজ খানিকটা না হয় হলাম মাতাল,
অপ্রকৃতস্থ হয়ে পথে-বিপথে তবে ঘুরে বেড়ালাম,
মনের জিঘাংসা যত সব ঝেড়ে ফেলি মদের উপর।
আজ অন্তরজ্বালা যত জুড়াব মদের পেয়ালা জুড়ে,
তোরা কেউ এনে দে আমায় শুধু বিষাক্ত সে তরল।








বি.দ্র: আমি মদ খাই না, কখনো খাবও না। আপনাদেরকেও না খাওয়ার জন্য অনুরোধ করা হলো। কবিতাটি শুধুই আবেগতাড়িত প্রলাপ আমার। ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ রাত ১২:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন:

০১ লা মে, ২০১৮ রাত ১২:১৬

মুচি বলেছেন: চিয়ারস!! !:#P =p~

২| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: ভাই একটা বোতল ব্যবস্থা করেন। তারপর দুই ভাই মিলে-- খাই ।

০১ লা মে, ২০১৮ সকাল ১০:৫৭

মুচি বলেছেন: চলেন ভাই। পাহাড়ে চলে যাই একেবার, পাহাড়ে যেয়ে মহুয়া খেয়ে মাতলামি শুরু করি। =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.