নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

চক্র

০৩ রা মে, ২০১৮ রাত ১২:৫১



অদ্ভুৎ এক চক্রে বাঁধা পড়েছি আমি,
স্বেচ্ছায় নয়, অনাকাঙ্খিতভাবেই আটকে গিয়েছি হঠাৎ।
ধ্বংসের দামামা বাজে আমার চারপাশজুড়ে,
কুঁড়ে খায় কিছু পরজীবি স্বপ্ন- আমার সুখ এবং আমাকে।

মহাযন্ত্রণাময়, ভীষণ পীড়াদায়ক এ চক্রের ফাঁদে
আষ্ঠেপৃষ্ঠে বাঁধা পড়ে যেয়ে দু'চোখে আঁধার দেখি,
বাহিরে সহস্র আলোর উৎসব আমায় টানে;
চক্র ভাঙায় অপারগ আমি, হয়না যাওয়া আলোর উৎসবে।

মায়াচক্রের পরিধিজুড়ে চক্রাকারে আবর্তিত আমি,
ঘুরছি তো ঘুরছিই, থামতে পারছি না আর,
কি যন্ত্রণা ! মুক্তি চাই, মুক্তি চাই- আজ শেষবেলায়।
মুক্তি মেলেনা, শত চিৎকারেও, বন্দী আমি- চক্রের ফাঁদে।
উদাস সময়ের উদাসী চিৎকার কেউ শোনে না চক্র ভেদ করে,
অদ্ভুৎ আমি অদ্ভুৎ চেয়ে দেখি- বাহিরে উৎসব, ভীষণ সুখ মেলে;
ভেতরে আমি ভীষণ লড়াই করি চক্রভেদের- চক্রের পরিধিজুড়ে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ রাত ১:১৬

কাওসার চৌধুরী বলেছেন: অন্য অনেক চক্র ভাংতে পারলেও মায়ার চক্র ভেদ করা সম্ভব হয় নয়। কবিতাটি ভাল হয়েছে।

০৩ রা মে, ২০১৮ রাত ১:৩৩

মুচি বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। ভালো লেগেছে জানানোর জন্য ধন্যবাদ।

২| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:০৫

সৈয়দ তাজুল বলেছেন: কবিতায় ভ্রম আছে।

ভালই লাগলো।

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৩৪

মুচি বলেছেন: ভ্রমই চক্র। মুক্তি পেলে না। ধন্যবাদ।

৩| ০৩ রা মে, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: ওরে বাবা মাথা ঘুরাচ্ছে।

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৩৫

মুচি বলেছেন: আমার তো পুরো শরীরই ঘুরছে !! :-& :-&

৪| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:২০

ব্লগার_প্রান্ত বলেছেন:

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

মুচি বলেছেন: হিটলারকে না বলুন। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.