নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

চলো স্বপ্ন দেখি

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৪৫



চলো স্বপ্ন দেখি সুন্দর এক ভবিষ্যতের,
না, এক বিছানায় শুয়ে নয়, ভিন্ন ভিন্ন বিছানায় শুয়ে।
স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি চলো-
ভিন্ন ভিন্ন কক্ষে; পৃথক গৃহের বাসিন্দা আমরা তাই।
চলো স্বপ্ন দেখে দেখে চলতে থাকি অজানা পথে-
ভিন্ন ভিন্ন দেশের, ভিন্ন মহাদেশের।
স্বপ্ন দেখে হারিয়ে যাই চলো
পৃথিবীর সুদূরতম সীমানা ছাড়িয়ে;
অনেক দূরে বসে পরস্পরের মায়কে ত্যাগ করে
একসাথে স্বপ্ন দেখি চলো নতুন কোন দিনের;
স্বপ্ন শেষে সুন্দরতর মূহুর্তে জেগে উঠবার আকাঙ্খায়
আজকের মতন ঘুমিয়ে পড়ি চলো- যার যার অবস্থানে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ রাত ১২:০৬

কানিজ রিনা বলেছেন: সপ্ন দেখে মূচী জুতা পালিশ সেলাই করা
কাজ উন্নতি আর হয় নাই। বেশ ভাল
কবিতা ধন্যবাদ।

১৯ শে মে, ২০১৮ রাত ১২:১৩

মুচি বলেছেন: উন্নতি নাই বলেই তো মুচির কাজ ছেড়ে দিয়ে লেখালেখি শুরু করলাম। কপাল খারাপ, কিন্তু নামটি আর চেঞ্জ করতে পারি নি। নামে কালি লেগে গিয়েছে।

মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা।

২| ১৯ শে মে, ২০১৮ রাত ১২:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালোই তো। স্বপ্নতেই তৃপ্ত।

১৯ শে মে, ২০১৮ রাত ১:২৩

মুচি বলেছেন: স্বপ্নে যেমন খুশি তেমন থাকা যায়, ২/১ টি দুঃস্বপ্ন বাদে। স্বপ্ন দেখুন, তৃপ্ত থাকুন। ধন্যবাদ।

৩| ১৯ শে মে, ২০১৮ রাত ১:০৯

নীহার দত্ত বলেছেন: স্বপ্ন দেখতেই তো ভুলে গেছি আজকাল।

১৯ শে মে, ২০১৮ রাত ১:২৫

মুচি বলেছেন: আসুন স্বপ্ন দেখি আবার,
এক না হোক, ভিন্ন ভিন্ন স্বপ্ন,
নিত্য-নতুন সব সুখের স্বপ্ন;
ভুলে যাওয়া স্বপ্নগুলো নতুন করে দেখা শুরু করুন।

ধন্যবাদ।

৪| ১৯ শে মে, ২০১৮ রাত ৩:০৪

অর্থনীতিবিদ বলেছেন: কবিতাটা পড়ে আবারও সুন্দর সব স্বপ্ন দেখার বাসনা জাগ্রত হলো মনে।

১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৮

মুচি বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৮

মুচি বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: যেখানে দেখিবে কবি
ল্যাজটি মুড়িয়া দিবি
হুক্কা হুয়া ছাড়া উহাদের নাহি কোনো রব

১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৯

মুচি বলেছেন: "যেখানে দেখিবে কবি
ল্যাজটি মুড়িয়া দিবি
হুক্কা হুয়া ছাড়া উহাদের নাহি কোনো রব।" B-))

সেটাই বা কম কি? কিছুতো পাওয়া গেল। =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.