নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার প্রাপ্তি ও প্রয়াস

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৯



সেই প্রথম যখন আমি তোমায় ভালোবেসেছিলাম
তোমায় পাবার কোন আকাঙ্ক্ষা সেদিন ছিল না আমার,
ভালোবাসার অজানা স্বাদ আর আবেগের উচ্ছ্বলতা
জানবার জন্যই সেদিন তোমায় ভালোবেসেছিলাম।
চিরন্তন সবুজ এ প্রাণ একটু ভিন্ন রঙের ছটায় ভরাবো
বলে সেদিন নিজেকে সঁপে দিয়েছিলাম তোমার কাছে।
তোমার কাছ থেকে এর বেশি কিছু চাইনি তখন আমি,
শুধুই ভালোবাসার স্বাদটা নিব বলে ভালোবেসেছিলাম।।

আবার যখন হঠাৎ তোমায় ভালোবাসে ফেললাম আমি,
তেমন কিছু চাইনি প্রথমে- নিজেক প্রকাশ করতে ছাড়া,
কিন্তু তুমিও যখন ভুল করে আমার এ পথে পা বাড়ালে,
সেদিন আমি চমকে হতবিহ্ববল হয়ে দিগ্বিদিকশূণ্য হলাম,
আবেগ আর ভ্রমের মাঝে পড়ে নিজেকে হারালাম তখন।
নিজস্বতা হারিয়ে যেন হয়ে পড়লাম নতুন কেউ একজন,
যে নতুনকে আমি বুঝতে পারি নি, আপন করতে চাই নি।
তাই স্বেচ্ছায় অর্বাচীন আমিকে ছেড়ে পুরোনো সে আমিকে
আবার আলিঙ্গনে বাঁধলাম আমি সম্পূর্ণ নতুন এক আঙ্গিকে।।

শেষমেষ যখন আবার তোমাকে ভালোবাসতে গেলাম,
এবার সেই পুরোনো আমি আবার নতুন করে শুরু করি।
পোড় খাওয়া প্রেমিক নবীনবেশে এগিয়ে গেলাম সন্তপর্নে,
ভাবলাম ধীরে ধীরে সব শিখে নেব- প্রেম কি? বুঝে নেব;
ভুলভাবে এগুতে যেয়ে প্রচণ্ডভাবে পথভ্রষ্ট হবো না আর।
কিন্তু ধীরে ধীরে চলতে যেয়ে, ধীরে ধীরে পথই হারালাম।।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কাইকর বলেছেন: আহা.....ভালবাসার কবিতা।ভালবাসার কবিতা পড়লে ভালবাসায় ঢুবে যেতে ইচ্ছে করে।তাছাড়া আপনার শব্দচয়ন দারুণ লেগেছে।আমি ব্লগার হিসেবে নতুন। একজন ছোটখাটো গল্পকার। সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।দাওয়াত রইলো

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মুচি বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা খুঁজে পেলে অতি দ্রুত ডুবে যান, দেরি করলে ভালোবাসা পথ হারাবে।

ইদানিং আমারও গল্প লিখতে ইচ্ছে করে। কিন্তু খুব বেশি লিখতে পারি না।

অবশ্যই দাওয়াত রক্ষা করব। ব্লগের দুনিয়ায় স্বাগতম।

২| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

কাইকর বলেছেন: অপেক্ষায়।ধন্যবাদ

৩| ২০ শে মে, ২০১৮ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। কিন্তু কবিতার নামটা ভালো লাগছে না।

২০ শে মে, ২০১৮ রাত ১১:১১

মুচি বলেছেন: নামকরণ খুবই কষ্টকর.... আসলে আমারও ভালো লাগে নাই। ওদিকে ইফতারের সময়ও হয়ে আসছিল।

ধন্যবাদ। দেখি ভালো নাম একটা খুঁজে পাই কিন। :)

৪| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নামকরণ খুবই কষ্টকর.... আসলে আমারও ভালো লাগে নাই। ওদিকে ইফতারের সময়ও হয়ে আসছিল।

ধন্যবাদ। দেখি ভালো নাম একটা খুঁজে পাই কিন।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.