নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৯



ধ্বংসের বহুদিন পূর্বে যখন সব ঠিকঠাক ছিল-
চারপাশ ছিমছাম ছিল, তখন আমিও স্বাভাবিক ছিলাম,
স্বাভাবিকভাবে সব চলছিল, কোনো ব্যাত্যয় ঘটে নি কোথাও;
ভাবি নি তখন এমন হারাবে সুসময় ধ্বংসে প্লাবনে ভেসে,
বুঝি নি ভেঙে যাবে সাজানো জীবন ধ্বংসের ফেনিল স্রোতে।
এরপর যখন ধ্বংসের শুরু হলো আমার ভুবনজুড়ে,
তখনও আমি বেঁচে ছিলাম অনেক আশায় ভর করে,
ধ্বংসের মূহুর্তগুলো হায়েনার বেশে খুবলে খাওয়া শুরু করলো,
আমি তারপরও বেঁচে ছিলাম- অনেক আশা ছিল বলে।
অনেক আশায় ছিলাম আরাধ্য সুসময় ফিরে আসবে আবার,
সঠিক সময়েই সে আসবে ধ্বংসের লেলিহান শিখা নেভাতে।

অনেক দিনের পরে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমি;
একদিন যে আমি স্বপ্নে বাঁচতাম, স্বপ্নে স্বপ্নে আশা কুড়াতাম,
আজ আর আমি স্বপ্নে বাঁচি না, সুসময়ের কোন আশা করি না।
শত আঘাতে জর্জরিত ক্লান্তির সাগরে অবগাহন করেছি অনেক,
এখন তাই আর স্বপ্ন দেখি না, স্বপ্নের ভিড়ে ঘুরে ফিরি না আমি।


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মুচি বলেছেন: কৃতজ্ঞতা।

২| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

অনুতপ্ত হৃদয় বলেছেন: সুন্দর

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মুচি বলেছেন: ধন্যবাদ।

৩| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: জাত কবি

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

মুচি বলেছেন: অসংখ্য কৃতজ্ঞতা। কবিতা লেখার টুকটাক প্রচেষ্টা চলছে.....।

৪| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কাইকর বলেছেন: সুন্দর কবিতা +

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মুচি বলেছেন: কৃতজ্ঞতা।

৫| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪১

বৃষ্টি বিন্দু বলেছেন: কবিতা ভাল লাগলো।
তবে উদ্ভট নাম...

২৪ শে মে, ২০১৮ রাত ১:১৮

মুচি বলেছেন: ধন্যবাদ..

নাম উদ্ভট কিভাবে হলো??

৬| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: বড্ড খাপছাড়া লাগলো।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

মুচি বলেছেন: খাঁপছাড়া মানুষের খাঁপছাড়া অলস চিন্তা। ধন্যবাদ ভাই।

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



বাস্তবতা! কবিতায় বড্ড বাস্তবতা! মাটির খুব কাছাকাছি!

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৭

মুচি বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরণায় রাখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.