নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

চলতি পথে লব্ধ জ্ঞান !!!

২৫ শে মে, ২০১৮ রাত ১২:৪৭



পথ চলতে চলতে আমরা নানান জনের নানান কথা না চাইতেও শুনে ফেলি। এতে আমাদের বিশেষ জ্ঞানলাভ ঘটে, যা স্বাভাবিক প্রক্রিয়ায় আহরণ করা আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। এদের অনেক কথা শুনে অনেকে সময় আমার আকাশ থেকে পড়ার মত অবস্থা হয়। আমি নিশ্চিৎ একটু মনোযোগ দিয়ে শুনলে আপনাদেরও একই অবস্থা হবে। এমন দুটি জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতেই পারি।

১. ফরমালিনের হাজার প্রকারঃ

ইফতার শেষে বাসা থেকে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। এমন সময় রাস্তার ধারের এক ফলবিক্রেতার সাথে একলোক কথা বলছিল। যা বলল তা আমার কানে ঢোকার পর আমি দাঁড়িয়ে যাই! কারণ লোকটি যা বলল আমার এতদিনকার পড়াশুনা হুমকির মুখে পতিত হয়। শুধু আমার নয়, কেমিস্ট্রি পড়েছেন এমন যে কারোরই এমনটা হবার দশা। বাক্যটি ছিল এমনঃ

"ফরমালিন কি একটা জিনিস নাকি? হাজারটা কেমিক্যাল এর কমন নাম হলো ফর্মালিন।" :-< |-)
- বাণীতে জনৈক পথচারী জনৈক ফল বিক্রেতাকে।

২. খাঁটি চামড়ার পণ্যঃ
আমি এবং আমার আরেক মুচি বন্ধু কিছুদিন আগে নিউ মার্কেটের দিকে গেলে ওয়েস্ট বেল্ট কিনতে যাই। চন্দ্রিমার নিচে এক দোকানির কাছে একটা ওয়েস্ট বেল্ট দেখে দাম জিজ্ঞেস করি। এমবোজ করে করে বেল্টের গায়ে এপেক্স লেখা ছিল। দোকানি যা বলল, তাতে আমরা দুই মুচি শুধু একে-অপরের দিকে চাই!

"আরে ভাই, এই বেল্ট এপেক্স এর শোরুমে গেলে ১ হাজার টাকা, আমি রাস্তায় বেঁচতেছি দেখে ৫০০ দিয়েন।" :P

এমন অভিজ্ঞতা প্রায়শই হয়। জুতার দোকানে গেলে আমাদেরকে চামড়া চেনানো হয়। :-B


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৫২

অনুতপ্ত হৃদয় বলেছেন: দারুণ অভিজ্ঞাত ভাই

২৫ শে মে, ২০১৮ রাত ১২:৫৭

মুচি বলেছেন: পুরাই ফর্মালিনে সাগরে পড়ে গেছি ভাই। B:-/

২| ২৫ শে মে, ২০১৮ রাত ২:০৯

রসায়ন বলেছেন: আপনার নিকটা কেমন জানি । এনিওয়ে, ফরমালিন দিতে দেখলে বা আছে এরূপ প্রমাণ পেলে পুলিশে খবর দিবেন ।

২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

মুচি বলেছেন: আপনার নিকের চেয়ে একটু রস কম পড়ে গিয়েছে আর কি। B-))

৩| ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অতীব সত্য কথা অতি চমৎকার।

২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

মুচি বলেছেন: তা আর বলতে..... ভাই।

৪| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: আপনি সারা দিন ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরার পর- আপনি বুঝতে পারবেন এই শহরের বেশীর লোকই নির্বোধ।

২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মুচি বলেছেন: সেটাই !!!

ভাবছি এগুলো মনোযোগ দিয়ে শুনব এরপর থেকে।
সত্যিই ফরমালিনটা আমাকে কয়েক মুহুর্তের জন্য থামিয়ে দিয়েছিল !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.