নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

নারী এশিয়া কাপ ২০১৮ঃ বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিবাদন

১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৬



ইদানিং বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এমনিতেই ক্রিকেট বিষয়ক কথাবার্তা প্রায় চাপা যেতে বসেছে। এরফলে ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনা খুবই কম। এমনকি পত্রিকার পাতায় খুব ছোট করে এক কোণায় ক্রিকেট বিষয়ক খবরাখবর ছাপায় এখন। এর মধ্যে পুরুষদল যারা বাঘ নামে পরিচিত আফগানিস্তানের হোম সিরিজ খেলতে ইন্ডিয়ার দেরাদুন গেল। আর পরপর ৩টি টি-২০ ম্যাচ হেরে এল। শেষেরটি যাও একটি সম্মানজনক হার, কিন্তু প্রথম দু'টিতে যা করেছে, তাতে আর এই টিমকে নিয়ে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে ভারত-পাকিস্তান-শ্রিলঙ্কার সমর্থক জোটের সাথে বাংলাদেশের সমর্থকদের বাগাড়ম্বর করার সুযোগ নস্যাৎ করে দিয়েছে।

পুরুষদলের এহেন লজ্জাজনক ঘটনাত্রয়ের পর নারী দল আমাদেরকে একটা উপলক্ষ এনে দিল। আসল বাঘিনী যেন একেক জন। এমনিতেই বিশ্বকাপ ফুটবল মৌসুম। তার উপর আবার নারী দলের খেলা। এমনিতেই জনমনে আগ্রহ কম। কিছুদিন টানা খারাপ করার পর এশিয়া কাপ খেলছে বাংলাদেশ নারীদল। কিন্তু পুরুষদলের টানা পরাজয়ের সংবাদের পাশাপাশি নারীদলের টানা জয়ের খবরে খানিকটা উচ্ছ্বসিত বাঙালি।

আজকের ফাইনালের প্রতিপক্ষ প্রবল পরাক্রমশালী ভারত, যারা টানা ৭ম শিরোপার জন্য খেলছে। সেই ভারতের নারীদেরকেই বালাদেশ নারীরা আগের রাউন্ডে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই নেমেছিল। এবং মাত্র ১১২ রানে আটকে রেখে শেষবলের নাটকীয় জয়ে প্রথমবারের মত শিরোপার স্বাদ আস্বাদনের সুযোগ দিল বাংলাদেশকে। এর আগে পুরুষদল শিরোপার কাছাকাছি থেকে ফিরে এলেও নারীরা আর আমাদের বঞ্চিত করে নি।

পুরষদলের আজন্ম তীরে এস তরী ডোবানোর ভুত আরেকটু হলেই নারী দলেও ভর করতে বসেছিল। সুন্দর সহজ জয়কে খানিকটা কঠিন করে শেষবলের ডাবল নিয়ে জেতালো তারা। নারীর টেম্পারমেন্ট পুরুষদের চাইতে ভালো, আরেকবার তারা প্রমাণ করলো।

এখন কথা হচ্ছে পুরুষদলের খেলোয়াররা ২ দিন ভালো করলেই গাড়ি-বাড়ি-নারি পেয়ে যায়। তবে বাঘিনীদের এমন উৎসবের জন্য সরকার-বিসিবি কি কোনো পুরস্কারের ব্যবস্থা করে নি? এরা কি ফ্ল্যাট/বাড়ি পাবে না? এরা কি সংবর্ধনা পাবে না?

অভিনন্দন বাঘিনীরা। পুরস্কারের অর্জনের পাশাপাশি সঠিক সুযোগ-সুবিধা দিয়ে নারীদেরকেও এগিয়ে আনা হোক। পুরুষদের ব্যর্থতা নারীর অর্জনে ঢাকা পড়ে যাক। দেশের ক্রিকেট এগিয়ে যাক- নারি ও পুরুষ দু'দিকেই। বাঘিনী ও বাঘদের হুংকারে ক্রিকেট বিশ্ব কাপুক। দেখুক বাঙালিও পারে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের মেয়েগুলোকে অভিনন্দন, এঁরা আমাদের মানসন্মান বাড়াচ্ছে!

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

মুচি বলেছেন: দু'দিক দিয়ে বাড়লে ভালো হতো। একদিক দিয়ে বাড়াও খারাপ নয়। যদিও আরেকদিক দিয়ে মান-সম্মান ডুবছেই বেশি।

২| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

তারেক_মাহমুদ বলেছেন: ওদের খেলা দেখে মন ভাল হয়ে গেল।

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মুচি বলেছেন: আশা করি আরো সুযোগ-সুবিধা পেয়ে ওরাই আরো অনেক মন ভালো করা মূূহুর্ত এনে দেবে।

৩| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Congratulations our fighters!

১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

মুচি বলেছেন: ওদের জন্য অনেক অনেক শুভকামনা।

৪| ১০ ই জুন, ২০১৮ রাত ৮:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি খুশী হতে পারলাম না। পুরুষের ব্যর্থতা মেয়েদের দিয়ে পোষানোর মত পুরুষ আমি না...

১১ ই জুন, ২০১৮ রাত ১২:৫৭

মুচি বলেছেন: কেন ভাই? বাবা মা এক সন্তানের ব্যর্থতা কি অন্যটি দিয়ে পূরণ করেন না?
এগিয়ে যাক নারীরা, সাথে করে যদি ব্যাটাছৈলগুলাকেও নিতে পারে, তবে তো সোনায় সোহাগা!

৫| ১০ ই জুন, ২০১৮ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন: মুচি,



অভিনন্দন .... অভিনন্দন .... অভিনন্দন, ক্রিকেটের বাঘিনীদের অভিনন্দন ।

সরকার এদের জন্যে কিছুই করবেনা মনে হয় । করবেনা এই জন্যে যে ওরা মেয়ে এবং অবহেলিত । এই যেমন, এমন গর্বের খবরের পোস্টেও অভিনন্দন জানিয়েছি মাত্র আমরা ৪ জন । কারোই মনে হয় এমন সুখবরে মাথাব্যাথা নেই ! আশ্চর্য !!!!!!!

১১ ই জুন, ২০১৮ রাত ১২:৫৮

মুচি বলেছেন: দেখা যাক। সবারই উচিৎ এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করা যেন উপর মহল পর্যন্ত যায়। নারীরাও যোগ্য সুযোগ-সুবিধা পাক।

৬| ১০ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: মাগো, এবার তোমার বিজয়ী মেয়েদের যোগ্য সম্মান দাও। সাফল্য তৃপ্তিদায়ক হোক। খুশিতে ওরা জয়ের আরো স্বপ্ন দেখুক।

১১ ই জুন, ২০১৮ রাত ১২:৫৯

মুচি বলেছেন: অারও অনেক অনেক এমন উল্লাসে মাতাক বাংলা। এদের টেম্পার ছেলেদের চেয়ে বেশি। সত্যিই অসাধারণ বাংলার বাঘিনীরা।

৭| ১০ ই জুন, ২০১৮ রাত ১০:৩৯

চঞ্চল হরিণী বলেছেন: আজকে এমন পোস্ট পড়ার প্রত্যাশা নিয়েই ব্লগে এসেছিলাম। পুরো খেলাটাই আমি দেখেছি। শেষের দিকে একটু ঝামেলা হয়ে গেলেও শুরু থেকে যথেষ্ট মানসিক পক্কতার পরিচয় দিয়েছে তারা। বাঘিনীদের অনেক অভিনন্দন এবং ভালোবাসা। প্রত্যাশা করি ওরা উপযুক্ত পুরস্কার এবং সুযোগ-সুবিধা পাবে। আপনাকে ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৮ রাত ১:০১

মুচি বলেছেন: আপনি বড় ভাগ্যবতী। এমন খেলা মিস করা বড় দূর্ভাগ্যের বিষয়। আমি শুধু শেষ ২ ওভার দেখার সৌভাগ্য পেয়েছিলাম।

৮| ১১ ই জুন, ২০১৮ রাত ৩:০৭

কাওসার চৌধুরী বলেছেন: অভিনন্দন। পোস্টে লাইক দিলাম।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৪

মুচি বলেছেন: তাদেরকে অভিনন্দন ও অনেক অনেক শুভকামনা। আমিও আপনার কমেন্টে লাইক দিলাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.