নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

বুভুক্ষু মানব

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৫



আজন্ম পৃথিবীর প্রতিটা মানুষ খুঁজেছে তোমায়,
চেয়েছে তোমায় ছুঁয়ে ছোঁবে তারা সর্বোচ্চ শিখড়,
যেখানে সাদাচোখেই পৃথিবীটা দেখাবে বেজায় রঙীন,
সেখানে স্থান-কাল-পাত্র সবটাই হবে অনুকূলে তার।

হাজারো লোকের ভিড়ে নিজেকে কিছু আলাদা করে
দেখতে কে না চায়- কোন নিতান্ত পাগল ছাড়া?
তাই বুদ্ধিপ্রাপ্তির সাথেই ব্যগ্র মানুষ খুঁজেছে তোমায়,
ভেবেছে তোমায় পেয়ে আমূল বদলাবে যাপিত জীবন,
সাধারণের মোড়ক ছেড়ে হয়ে উঠবে বিশেষ কেউ এক,
চিরায়ত পরিবার-সমাজ ছাঁপিয়ে হয়ে উঠবে বিশ্বজনীন।

নিশি-দিন তোমাকে খুঁজে কেউ কেউ পেয়েও যায়,
সাধারণের মাঝে তারা হয়ে ওঠে কেউকেটা ভদ্রজন;
সকলে তাদের চেনে- মিডিয়ার নিয়মিত প্রচার দেখে,
তারাই আদর্শ মানব, বাকি সব যেন ইতর শ্রেণীর।
ভাগ্যের বিড়ম্বনায় অনেকেই আবার পায় না তোমায়,
আধুনিক এ সমাজে সে-যে তাই অস্পৃশ্য নিচু বর্ণের।

এদের মাঝেই আবার কিছু কিছু উন্মাদ থেকে যায়-
সবকিছুর মাঝে সবার থেকে নিজেদের আলাদা ভাবে।
স্বেচ্ছায় চায় না তোমাকে, তুমি ছাড়া জীবন তাদের,
তারা সব পাগলশ্রেণীর কিছু ভিন্ন মানব এ ধরণীর,
“না পাওয়ার” ফ্যান্টাসিতে থাকা অন্যরকম সুখলোভী।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: সব কবিই কমবেশি বাজে কবিতা লেখে। বাজে কবি তারাই যারা সেই বাজে কবিতাগুলো অনর্গল ছাপতে থাকে। ভাল কবিরা তাদের বাজে কবিতাগুলো ধ্বংস করে ফেলে।

—উমবের্ত একো

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৯

মুচি বলেছেন: কাক ও কবির সংখ্যা বেশি বলেই দিনভর কা কা রবের মত বস্তাপচা কবিতাও বেশি। কবিতা বলছি যদিও, আদৌ কবিতা হচ্ছে কি?

২| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কাক ও কবির সংখ্যা বেশি বলেই দিনভর কা কা রবের মত বস্তাপচা কবিতাও বেশি। কবিতা বলছি যদিও, আদৌ কবিতা হচ্ছে কি?


ধন্যবাদ। ভালো থাকুন।

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১১

মুচি বলেছেন: আপনিও ভালো থাকুন। কৃতজ্ঞতা।

৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

আপনি ভাবনা গুরু!

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৬

মুচি বলেছেন: হা হা হা !!!!! তাই নাকি !! জানতাম না। B-) :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.