নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ক্যারিবিয়ান বিজয়

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৬



টেস্ট সিরিজের ব্যর্থতা শেষে অবশেষে ওয়ান ডে তে দাপটের সাথেই জেতা হলো। এটা পূর্বেকার মতন খর্ব শক্তির দলের বিরুদ্ধে নয়, ফলে আগামী দিনগুলোর জন্য আশা করি প্রেরণা হয়ে থাকবে।

এই জয়ে টাইগারদের অভিনন্দন জানাই, তবে আত্মসুখে ভুগতে না দেই। ধারাবাহিকতা বজায় থাকুক চাই। উন্নতি দরকার এখনও প্রতিটা ক্ষেত্রেই।

বোলিংয়ে পেসারদের ছয় কমাতে হবে। লাইন-লেংথ নিয়ে আর ভেরিয়েশন নিয়ে কাজ করুক ওঁরা।

তবে সবচেয়ে বেশি দরকার ফিল্ডিংয়ে উন্নতি করা।

তাছাড়া ব্যাটসম্যানদের সিংগেলসের দিকে আরও মনোযোগী হওয়া প্রয়োজন, তা না হলে স্ট্রাইক বাড়বে না।

সিনয়র-জুনিয়র সবার সম্মিলিত পার্ফরমেন্স প্রয়োজন নিয়মিত ভালো খেলার জন্য।

আক্ষেপ- অধিনায়ক হিসেবে মাশরাফির বিকল্প এখনও পাওয়া গেলো না।

কোচিং স্টাফ আছেন, নিশ্চয়ই কাজ করছেন। প্লেয়ারদের সেটা মাঠে প্রয়োগ করার ধারাবাহিকতা বজায় থাক।

পরিশেষে বলতে চাই, হারুক-জিতুক সবসময় টাইগারা টাইগারের মতই খেলুক। বেড়াল যেন না হতে হয়। সামনের বছর বিশ্বকাপের জন্য শুভকামনা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


আজকে জিতছে, হই হই রব; কালকে পরাজিত, ম্যাঁওপ্যাঁও কান্না; পরশু কি হচ্ছে, কেহ জানে না; এগুলোর হিসেবে রাখতেই একটা ল্যাপটপ দরকার ,মনে হয়।

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬

মুচি বলেছেন: তা বলেছেন ঠিক। ধারাবাহিক না হতে পারলে সামনে বিপদ আসন্ন।

২| ২৯ শে জুলাই, ২০১৮ ভোর ৫:২৪

হাসান আল-আমিন বলেছেন: মোটিভেশন দেয়ার জন্য হলেও যদি, মাশরাফি কে, টি টোয়েন্টি তে রাখা যেত, হয়তো দল আরোও ভালো খেলতো ।

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

মুচি বলেছেন: শুধু মোটিভেশনে কিছু হয় না ভাই। দরকার হার্ড হিটার আর ভালো পার্ফরমার ব্যাটসমেন, স্ট্রাইক বোলারস আর ভালো ফিল্ডারস।

৩| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৭

হাঙ্গামা বলেছেন: বাংলাদেশ ফাইট করার মধ্যে ওয়ান ডে তে একটু করতে পারে।
বাকিগুলাতে ডাব্বা।
এদের টি টুয়েন্টি আর টেষ্ট খেলার দরকার নাই, খালি ওয়ানডে খেলুক।

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮

মুচি বলেছেন: এমন চলতে থাকলে ৪/৫ বছরেই আফগানিস্তান-আয়ারল্যান্ডের পেছনে পড়ে থাকতে হবে। বিপদ আসন্ন।

৪| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: সব যদি তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক আর মাহমুদুল্লাহকেই করতে হয়; তাহলে বাকি ৬ জনকে দলে নেয়া হয় কেন? সিনিয়রদের কাছ থেকে জুনিয়ররা কবে দায়িত্ব নেবে? এই পঞ্চপান্ডব অবসরে গেলে বাংলাদেশ ক্রিকেটের কী হবে?

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

মুচি বলেছেন: পঞ্চপাণ্ডব বলছি যদিও, আদতে এঁরাও খুব ভালো কি? ৭/৮ বছর নিয়মিত সুযোগ পাওয়ার পর এখন কিছুটা লাইনে আছেন তাঁরা। বোঝা গেছে, সবাইকে দীর্ঘদিন খেলে আসতে হবে।

তাই হঠাৎ ঝলকের ১৮-১৯ বছরের ছেলেগুলোকে জাতীয় দলে নিয়ে এসে, তারকা খ্যাতি দিয়ে মাথা নষ্ট না করে লিগ ও ফার্স্ট ক্লাসের মানোন্নয়ন করে পরীক্ষা করে নিয়ে আসতে হবে। নইলে প্রতি সিরিজেই অভিষিক্ত হবে আবার বছর ঘুড়তেই বাতিলের খাতায় ছুঁড়ে ফেলতে হবে।

৫| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫

জেকলেট বলেছেন: ব্যাবধানটা ক্যাপ্টেন্সিতে। সাকিব টেষ্টে মোটেই উদ্দিপক কেপ্টেন হিসেবে নিজেকে প্রমান করতে পারছেন না। দেখাযাক টি২০ তে কি হয়।

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

মুচি বলেছেন: ক্যাপ্টেন্সি ফ্যাক্ট কিন্তু নিজের খেলাটা নিজেকেই খেলে দিয়ে আসতে হয়। ঐটা তো ক্যাপ্টেন খেলে দিয়ে আসতে পারে না।
যার যার নিজের দায়িত্ব জানতে ও বুঝতে হবে। লজ্জা যেন আর দেখতে না হয়।

আফগানিস্তানের সাথে যা হলো এরপর আর ২০-২০ তে আশা নাই কোন।

৬| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫

কিশোর মাইনু বলেছেন: টেষ্ট আর টি-টুয়েন্টিতে ও বাংলাদেশের ধারাবাহিক হয়ে উটার অপেক্ষায়।।।

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬

মুচি বলেছেন: এভাবে অপেক্ষা করতে থাকলে, অচিরেই আফগানিস্তানের কাছেও টেস্ট সিরিজ হারতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.