নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকুনজিল০০৭

টুকুনজিল০০৭

কিছু বলার নাই

টুকুনজিল০০৭ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প:সুপ্ত প্রেমের অপমৃত্যূ

১২ ই মার্চ, ২০১৪ ভোর ৫:২০

অনার্স লাইফে ভর্তির প্রথম দিন, যে মেয়েটিকে প্রথম দেখেছিলাম|

সে তুমি|



আমরা কয়জন বন্ধু রসায়ন বিভাগের অফিসের সামনে দাড়িয়েছিলাম,ভর্তি ফরম জমা দেওয়ার জন্য|

তুমি হঠাৎ করেই কোথা থেকে এসে যেন,

আমাদের আগেই ভর্তি হয়ে গেলে|

তখনি দেখলাম, তোমাকে|



সহজ সরল একটা মেয়ে,চোখে চশমা,মায়াবী একখানা মুখ,চুলগুলো ছড়ানো|আড়ঁচোখে ফরমে তোমার নামটাও দেখলাম|

তুমি ভর্তি হয়ে চলে গেলে|

আমিও ভর্তি হলাম একই বিভাগে|

কয়েকদিন পরে নবীন বরন অনুষ্ঠান হল|

আবারও খুজে পেলাম তোমাকে|

নবীন বরনে তুমি রম্য বির্তকে অংশগ্রহন করলে| আমিও বির্তকে অংশগ্রহন করলাম,

তোমাদের দলের বিপহ্মে|

তার পর থেকেই নিয়মিত ক্লাশ শুরু হয়ে গেল বিভাগে|



প্রতিদিনই তোমাকে দেখতাম ক্লাশে|

সেটা সবসময় দুর থেকে|

আমি বরাবরই লাজুক ছেলে|

কখনো কাছ গিয়ে কথা বলার সাহস পেতাম না|

মাঝে মাঝে তোমার সাথে হঠাৎ করে কথা হতো।কেমন আছ?

ভাল আছি|

এই টুকুই|

আমি ব্যস্ত হয়ে পড়লাম লেখাপড়া ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিয়ে|

এভাবেই চলছিল দিনগুলো|



দেখতে দেখতে অনার্স লাইফ প্রায় শেষের দিকে|

কখনো বলা হয়নি,হ্মনিকের দেখা ভাললাগার কথা|

কেন যে বলা হয়নি,

তাও জানিনা|

হয়তো অনেক বেশী ভয় হতো|

যদি তুমি হারিয়ে যাও, আমাকে ভুল বোঝ|

তখন হয়তো,

দুর থেকেও তোমাকে দেখতে পারব না| আমি এরকমই,কাউকে মনের কথা খুলে বলতে পারি না| মেয়েদের দেখলেই,হাতে পায়ে কাপুনি জ্বর চলে আসে|

আর হয়তো কখনো বলাও হবে না|

সময়টাও অনেক বদলে গেছে|

সময়ের স্রোতে আমিও বদলে গেছি|

এখন আর আগের মতো, তোমাকে মনে পড়েনা| কিভাবে যে আমার মনটা বদলে গেল,বুঝতেই পারলাম না|



কখনো ক্লাশের সামনে বা রাস্তায় দেখা হলে|

শুধু মনে পড়ে,

প্রথম দিনের কথা|

কি ক্রাশটাই না খেয়েছিলাম তোমাকে দেখে।

কেউ হয়তো,কখনো জানবে না|

ঠিক তুমিও না|

যদি কখনো জেনেও যাও| কি মনে করবে তাও জানি না|



তুমি সুন্দরী, সুশ্রী মেয়ে,

তোমাকে দেখে অনেকেই ক্রাশ খেতে পারে।

আমার মত দু একটা ছেলে, তোমাকে দেখে ক্রাশ খেলে।তোমার কিছু আসে যায় না|

তবুও বলবো,

ভাল থেকো তুমি,

যেখানেই থাকো|

আমি যতদিন ক্যাম্পাসে আছি,ততদিন না হয় তোমাকে দুর থেকেই দেখে যাব|



সুপ্ত ভাল লাগা,সুপ্তই থাক| সুপ্ত মনের মানুষ তুমি, সুপ্তই থাকো|

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.