নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকুনজিল০০৭

টুকুনজিল০০৭

কিছু বলার নাই

টুকুনজিল০০৭ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প:সেই মেয়েটি

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৯

দু'চোখে স্বপ্ন ভরা ২০০৮ সাল|

উচচ মাধ্যমিক পরীহ্মা দিয়েই,

ভর্তি হলাম রাজশাহী শাখায় ওমেগা কোচিং এ|

পড়াশুনা ভালই চলছিল|

দেখতে দেখতে র্ভতি পরীহ্মা সামনে চলে আসলো|

বিভিন্ন ভার্সিটিতে ফরম তুললাম|

প্রথম পরীহ্মা শরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে|

পরীহ্মা শীরুর দু দিন আগেই চলে আসলাম চট্টগ্রাম|

আমার এক বন্ধুর বোনের বাসায় উঠলাম|

পরের দিন পরীহ্মা|

সকালে ঘুম থেকে উঠেই,

আমরা দুই বন্ধু পতেঙ্গা থেকে চলে আসলাম

নিউমার্কেটে|

দুজনে শাটল ট্রেনে চড়ে চলে আসলাম চবি ক্যাম্পাসে|

সেই বারে প্রথম শাটল ট্রেনে উঠেছিলাম|



ট্রেন থেকে নেমে ক্যাম্পাসের দিকে হাঁটছিলাম|

নতুন ক্যাম্পাস কেমন জানি একটু ভয় ভয় লাগছিল|

গোলচত্বরে আসতেই,

পিছন থেকে একটা মেয়ের গলা শুনতে পেলাম|

আমার নাম ধরে ডাকার|

আমি কিছুটা অবাক হলাম|



এই নতুন ক্যাম্পাসে,

কে

আমাকে নাম ধরে ডাকবে|

আমি মনে করেছিলাম,

আমার শুনতে ভুল হচ্ছে|

আমি আবার হাঁটা শুরু করলাম|

কিন্তু না মেয়েটি আমাকেই ডাকছে,

ঠিক আমার নাম ধরেই|

মেয়েটি আমার সামনে চলে আসলো|

বললো .

তুমি আমাকে চিনতে পারছো|

কি বলবো বুঝতে পারছিলাম না|

আমতা আমতা করে বললাম,

ঠিক চিনতে পারছি না . .।মেয়েটি বলা শুরু করলো,

আমরা রাজশাহী ওমেগাতে এক সাথে কোচিং করেছি|

তুমি ভার্সিটি কোচিং করেছো না|

আমি বললাম হ্যাঁ . . .।

আমি ইন্জিনিয়ারিং কোচিং করেছিলাম|

বায়োলজী লেকচার শোনার জন্য,

তোমাদের ক্লাশে মাঝে মাঝে যেতাম|

আসলে তুমি আমাকে চিনতে পারছো না ।

আমি তো বোরখা পরাছিলাম|

আমি বললাম,

ও আচ্ছা ,বুঝতে পেরেছি|



আমি মেয়েটির নাম জিজ্ঞাসা করলাম|

মেয়েটি কি নাম বলেছিল|

আজ আর সেটা মনে নেই|

বললাম,

সিট কোথায় পরেছে

আপনার|

বিজ্ঞান অনুষদে . .

তোমার,

আমারও বিজ্ঞান অনুষদে . . .

আমি বললাম চলুন . .

হাঁটতে হাঁটতে মেয়েটির সাথে কথা হলো|

ওদের বাড়ি রাজশাহী|

ওর ভগ্নিপতির সাথে এখানে পরীহ্মা দিতে এসেছে|

কিছুহ্মন কথা বলার পর . .

আবার দেখা হবে বলে . . . .

চলে আসলাম . . .



তারপর মেয়েটির সাথে আর কখনো দেখা হয়নি|

ভার্সিটিতে ভর্তি হওয়ার পর|

যতবারই যখনি,গোলচত্বরে যাই|

তখনি বোরখা পরা ঐ মেয়েটির কথা মনে পড়ে

|

কেন মনে পড়ে তা জানি|

শুধু জানি মনে পড়ে|

মেয়েটির সাথে আমার তেমন কিছু হয়নি|

তার চেহারাটাও,

আমি দেখিনি|

তবে, কেন ভুলতে পারছি না|



ঐ মেয়েটির হয়তো আমার কথা মনে নেই|

এই ঘটনার কথাও না|

আর মনে রাখার মতো কোন ঘটনাও এটা নয়|

কিন্তু আমি,

আমার স্মৃতি থেকে,

তাকে মুছে ফেলতে পারছি না|

কয়েকবার ভোলার চেষ্টা করেও লাভ হয়নি|

যতবার যখনি,

গোলচত্বরে গেয়ছি, ততবারই মনে পড়েছে|

সেই মেয়েটির কথা|



হয়তো ক্যাম্পাসে যতদিন থাকবো,

ততদিনই মনে পড়বে . . . .

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪

দালাল০০৭০০৭ বলেছেন: :( :( :((

২| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

বৃষ্টিধারা বলেছেন: হুমমম :(

৩| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

ভিটামিন সি বলেছেন: ছুডু ভাই, তোমার হৃদয় খনিতে প্রেম জমেছে। কিন্তু কোন উপত্যকা পাইতেছে না গড়ায়া পড়তে।

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৪

টুকুনজিল০০৭ বলেছেন: এক্কেবারে ঠিক বলেছেন,ভাইয়া

৪| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২১

সুমন কর বলেছেন: লেখার ধরণটা ঠিক করতে হবে।

৫| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩২

রসায়ন বলেছেন: আহারে :'(

৬| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৬

টুকুনজিল০০৭ বলেছেন: চেষ্টা করবো ভাইয়া@সুমন কর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.