নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকুনজিল০০৭

টুকুনজিল০০৭

কিছু বলার নাই

টুকুনজিল০০৭ › বিস্তারিত পোস্টঃ

কাব্য:তুমি বলে ডাকা

১৪ ই মার্চ, ২০১৪ রাত ৩:২৯

তোমাকে,

তুমি বলে ডাকতে

এত ভাল লাগে কেন?



তুমি বলার মাঝে

কি যে সান্ত্বনা,

তুমি বুঝবে কি করে|



তোমাকে তুমি বলে ডাকতেই তুমি সাড়া দিয়ে ওঠো|



কতবার বলেছো তুমি, আমাকে তুই বলে ডাকবি|

কিন্তু,আমি যে তোমাকে

তুই বলে ডাকতে পারি না| তুই বলে ডাকতে

আমার অস্বস্তি লাগে,

কিন্তু,তুমি বুঝতে চাওনা|



তুমি আমায় কখনো

তুমি বলে ডাকনি|

কতবার তোমার কাছে

তুমি ডাক শুনতে চেয়েছি| কিন্তু,তোমার ওই একই কথা,

তুই তুই তুই . . .



তুই ডাক শুনতে

আমার খারাপ লাগে না|

শুধু মনে হতো

আমি,

তুমি ডাকার মধ্যে,

যতটা ভালবাসা খুজে পাই| হয়তো তুমি,

ততটাই আনন্দ খুজে পাও,

তুই ডাকার মধ্যে|



আমি তোমাকে কিভাবে বোঝাবো,

আমি যে তোমায়,

তুই বলে ডাকতে পারি না|



মন শুধু বলতে চায়,

তুমি তুমি তুমি . . . . .

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: ডাকাডাকির ওপর ভালোবাসার গভীরতা নির্ভর করে না, পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস এবং হৃদয়ের টান থাকলে ভালোবাসা নিজে থেকেই বাসা বেঁধে নেয়।

২| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫০

টুকুনজিল০০৭ বলেছেন: ঠিক বলেছেন, ভাইয়া@বাঙালী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.