নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

ধর্মনিরপেক্ষতা ও আমার কিছু কথা

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

চুল্কাতে মজা লাগে যেখানে এলার্জি আছে।এই চুল্কানিরশেষ করুন এখনি।এই দেশের ৯০% মানুষের আবেগ অনুভুতির মুল্যায়ন করা খুব প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী।এদেশে ধর্ম ব্যাবসায়ীদের দৌরাত্ন নতুন কিছু নয়, আবার নাস্তিক্যবাদের তোড়জোড় ও কোন অংশে কম নয়। আজকের রাষ্ট্রে এতো ইস্যূ থাকার পরও এতো স্পর্শকাতর ইস্যূ সামনে আনা খুব প্রয়োজন ছিলো? এদেশের মানুষগুলি খুব আবেগপ্রবণ তাই সামান্য উস্কানিতেই লাভ ক্ষতি না বুঝেই মিছিলের পেছনে যোগ দেয়, হরতাল করে,মানব্বন্ধন করে, ধর্মনিরপেক্ষতাবাদের ইস্যূটি ৩ টি পক্ষ সুযোগ নিবে।১. একটি গোষ্টি রাজনৈতিক ইস্যূ তৈরি করে সাধারন জনগনের আস্তার্জনের চেষ্টা করবে।২.ধর্মব্যাবসায়ীরা আপনাকে ধর্মের বৈরী হিসেবে পরিচিত করাবে।৩. নাস্তিকেরা ব:হিবিশ্বে বাংলাদেশকে নাস্তিক্যবাদের দেশ হিসেবে পরিচিত করাবে।কথা হলো এই একটি শব্দের পরিবর্তনে আপনার কোন লাভ নেই মাননীয় প্রধান্মন্ত্রি বরং ক্ষতির আসংখা করছি।সংখ্যাগরিষ্টদেরমতামতের ভিত্তিতেই জনগনের অধিকার নিশ্চিত করা হয়, যেমন ৭০ এর নির্বাচনে বংগবন্ধুর সংখ্যাগরিষ্টতারফলাফল আজকের সাধীনতার, গনতান্ত্রিক দেশের সরকার গঠিত হয় সংখ্যাগরিষ্টতায়, তবে একটি দেশের ধর্ম কেন সংখ্যাগরিষ্টতারভিত্তিতে নির্বাচন করা হবে না?সংসদে আজও বিল উত্থাপন করে হ্যা/ না ভোটের মাধ্যমে বিল পাস করা হয়।যদি সংখ্যা গরিষ্টতায় ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম করলে অন্যধর্ম ২য় সারির হয় তবেসংখ্যা গরিষ্টদের হ্যা শুনে আপনার বিল পাস করা হয় তবে সংখ্যালগিষ্টদেরনা ভোটের মুল্যায়ন না করে গনতান্ত্রীক দেশে তাদের ২য় সারির মর্যাদা দেয়া হলো না?আপনি একজন ধর্মপ্রান মুসলমান আপনার অতিত ঐতিহ্য আপনার বংশমর্যাদা সব মিলিয়ে আপনি উচ্চ মর্যাদায় আসীন।আপনি তো শুধু এদেশের মুসলমানদের নেত্রী নন হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান,ক্যাথলিক সবার।আপনি আজো তাহাজ্জুদেরনামায পড়ে কাদেন।যদি গনতান্ত্রিক দেশে আপনার উপর সবার অধিকার সমান হয় তবে তাদের কথামতো মাফ করবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি কোন ধর্মের পক্ষ নিতে পারেন না !! মানে দাড়ালো গনতান্ত্রীক দেশে রাষ্ট্রপ্রধানেরকোন ধর্ম নেই।খুব দূরে নয় এইতো আর কদিন আপনাকে এই দাবির মুখোমুখি হতে হবে। আমি আশ্চর্যহচ্ছি।আমি তাদের ধর্ম নিরপেক্ষতাবাদ এর সংগা খুজে পাই না। তবে ওরা আপনাকে সমালোচিত করছে।৭ কোটি মানুষের আকুন্ট সমর্থন ছিলো আপনার পিতার উপর এদেশের ১৬ কোটি মানুষের সমর্থন আছে আপনার উপরও।দেশ এগিয়ে চলছে আপনার উপর দেশের জনগনের আস্তা বাড়ছে।জনপ্রিয়তার দিক থেকে রাজনিতির মাঠে আপনার প্রতিদন্ধি শূন্যের কোটায়।৭১ পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের স্তপতি বংগবন্ধুর বগলের মাঝে অনেক দালাল লুকিয়ে ছিলো যাদের প্রকৃত চেহারা ৭৫ এ প্রকাশ পেয়েছিলো।আপনার আশেপাশেওএমন অনেক আছে যারা চেষ্টা করছে ৯০%মানুষের বিরুদ্ধেআপনাকে দাড় করাতে।খুব প্রয়োজন হলে ধর্মনিরপেক্ষতারব্যাপারটি সংসদে বিল আকারে উপস্তাপন করেন, আমার বিশ্বাস না জয়যুক্ত হবে।আর যদি ধর্ম নিরপেক্ষ সংবিধানে যুক্ত হয় তবে বিশ্বথেকে একটি মুসলমান দেশ হারিয়ে যাবে আর কোন একদিন এদেশের ইতিহাসে সংযুক্ত হবে আপনার জন্য সংবিধান থেকে ইসলাম শব্দ উঠে গেছে।আমি জানি আপনি সেটি মানতে পারবেননা। আমিও মানতে পারছি না আমার চেতনা ধর্মনিরপেক্ষ নয় আমার চেতনা আমি একজন মুসলমান।জন্মের পরে আমার কানে সজোরে চেতনার স্লোগান দেয়া হয় নি সুমধুর আজান দেয়া হয়েছিলো মৃত্যুর সময় কোরাআন তেলাওয়াতের মাঝেই আমার সমাপ্তি হবে,আমি কক্ষনো সেই ইসলামকে উপেক্ষা করতে পারি না।আমি ইসলামের পক্ষে তাই বলে অন্য ধর্মকে উপেক্ষা করছি না,শ্রদ্ধা আছে।অরাও মানুষ আমার মতই। রাষ্ট্রে অদের ও মাথা আমারমতো উচু থাকবে।আপনার হস্তক্ষেপে এই কাহিনির এখনই শেষ হোক।আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান তারপরে আমার জাতীয়তাবাদ।এই ব্যাপারটি নিয়ে চুল্কানির অবসান এখনই হোক নয়তো একটি গোষ্টি আপনার বিরুদ্ধে সুযোগ নেবে,মজা পাবে।শ্রদ্ধা আছে আপনার প্রতি থাকবেও।জয় বাংলা

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.