নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

ভালো থেকো তুমি।

০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:৩৯



বহুদিন ধরে বহু পথ দূরে,
ধরেছিনু আমি অচেনার হাত।
আচমকা সে কোন এক ক্ষণে,
এসেছে জিবনে কল্পনা হয়ে।

অচেতন মন স্বপ্নে বিভোর,
কল্পনাতেই জিবনের ছবি আঁকে।
সুখের ভেলায় ভাসতে গিয়ে,
ভূলে গিয়েছিনু জীবনের পথ।

রাত দিন যায় ভাবনার মাঝে,
অগুচালো মন কতো কি ভাবে।
বিধঘুটে রাতের অন্ধকারে,
স্বপ্ন মাঝে জোস্নার আলো খুঁজে।

মধ্য নিশিত ঘুমহীন রাতে,
কল্পনাতেই বাহুডোরে বাধি তারে।
জ্বলতেছে মোর জীবন প্রদিপ,
নিরালোক মাঝে অবসাধ ছেড়ে।

আচমকা সেই চলে যেতে চায়,
অশান্ত মন কি করে বুঝাই।
আবেগের বশে কল্পনা মাঝে,
ফেলে আসা সেই সোনালী সুদিন।

বহুদিন গেছে সোনালি সময়,
সুখগুলি মোরে বাধ সাধিছে।
স্বপ্ন এবার থেমে যেতে চায়,
দুঃখগুলি মোর উঁকি দিয়ে যায়।

আফসোস আমি হেরে গিয়েছি,
বুক ফেটে যায় অশ্রু গড়ায়।
বাস্তবাতার দুর্ঘম পথ মাঝে,
জীবন প্রদিপ নিভু নিভূ জ্বলে।

মিছে সব স্বপ্নের যবনিকা দিয়ে,
একটাই চাওয়া আজ প্রভুর পানে
যেখানেই যাক,যেথায় থাকুক,
থাকে যেন সে স্বপ্নের রানি হয়ে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা রইল কবিতায়।

শুভকামনা আপনার জন্য।

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ ভাই অগুছালো লিখাগুলিতে মুগ্ধতায়।

২| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ১২:১২

মৌমুমু বলেছেন: ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো নিজ নিজ ভুবনে।
সুন্দর লিখেছেন। শুভকামনা রইল।

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

মোজাহিদ আলী বলেছেন: হুম ভালো থাকুক সর্বদা.। ধন্যবাদ আপনার জন্যেও শুভকামনা

৩| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:২৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

মোজাহিদ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও

৪| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:২৪

বিজন রয় বলেছেন: জিবনে
ভূলে
অগুচালো
জোস্নার
.................. এমনি অনেক বানানগুলো ঠিক করে দিন।

কবিতার বিষয়বস্তু যদিও অনেক পরিচিত তবুও আপনি মন দিয়ে লেখার চেষ্টা করেছেন।
কিন্তু ভুল বানান সৌন্দর্য নষ্ট করেছে।

শুভকামনা রইল।
লিখুন নিয়মিত।

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

মোজাহিদ আলী বলেছেন: দাদা কৃতার্ত হলাম আমার অযোগ্য লিখাগুলি শুধরানোর জন্য । তবে অভ্র দিয়ে লিখতে গিয়ে বানান ভুল হয়ে যায়। ধন্যবাদ আপনাকে।

৫| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: অনেক দিন হয়ে গেল কোনো কবিতা লিখি না। আর লিখেও লাভ নেই। প্রথম পাতায় আমার লেখা যায় না।

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মোজাহিদ আলী বলেছেন: শুনে কষ্ট পেলাম লিখাগুলি আমাদের কাছে না পৌঁছায় হয়তো অনেক ভালো সৃষ্টি গুলি অন্তরালেই রয়ে যাচ্ছে। মডারেটরদের ইমেইল করতে পারেন। আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম।

৬| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন+

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

মোজাহিদ আলী বলেছেন: আপনাদের কাছে সুন্দর হলেই আমার প্রচেষ্টা সার্থক। ধন্যবাদ ভাই

৭| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

সেলিম আনোয়ার বলেছেন: টাইপো গুলো ঠিক করে নিন ।

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

মোজাহিদ আলী বলেছেন: কি বলবো ভাইয়া অভ্র কি বোর্ড এ টাইপ করতে গিয়ে জামেলাটা হয়। ধন্যবাদ আপনাকে এখন থেকে চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.