নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

আর খেলা দেখুম না

২০ শে জুন, ২০১৭ রাত ১১:০৭




খেলাধুলা হইলো বিনোদন আর সম্প্রিতির প্রতীক। তয় এই বিনোদন লইয়া মারামারি, কাটাকাটি, খুচাখুচি, ডিল, কিল, লাফালাফি, কোলাকোলি, ধস্তাধস্তি, মুতামুতি, কোস্তাকোস্তি, চুলাচুলি, ঢলাঢলি, লাফালাফি এইসব দেইখা আমার মাথা আওলাইয়া যায়। এই ২ দলে বিভক্ত জাতির মাঝখানে আমি নিরব দর্শক। এক কথায় আমি খেলা দেখার চেয়ে এই বেকুব দর্শকের চুলাচুলি অধির আগ্রহে উপভোগ করি । তবে আফসোসের বিষয় খেলার মাঝে এখন সমাজনীতি,মৌলনীতি, ধর্মনীতি,রাষ্টনীতি,রাজনীতি,হিংসানীতি সব ডুইক্কা গেছে। বাংলাদেশের আবাল দর্শকরা ক্রিকেট এর মাঝে ৭১,৪৭,৫২ এইসব ঘটনার যোগসুত্র খুঁজে। বাংগালি জাতী আসলেও ট্যালেন্ট দেখছেন কিসের মাঝে কি খুইজ্জা বের করছে? আর কোন জাতির ১৪ গোষ্টী মিল্লা খুজাইলেও খেলার মাঝে এইরম গুরুত্ত্বপুর্ণ কিছু বাইর করতে পারবো না। গর্ভে বোকটা ফুইল্লা শ্বাস আটকাই যাইতাছে। ওরে কেউ আমা্রে অক্সিজেন লাগা আমিতো বেহুশ।


ছবিসুত্র : google.com

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:২৯

জোকস বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.