নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

*কর্মচারির সাতকাহন

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬





কপালদোষে হতভাগা জন্মেছি এক দেশে,
ন্যায় নিতি সত্য কথায় স্যারজি বসে বেকে।
উপরে বসা মানুষগুলির কল্পনাতে ভেসে,
নানান রকম ফন্দি ফিকির কানুন দেয় বেধে।
শত আদেশ পাহাড় সম মোদের কাধে চাপে।
চুন থেকে পান খষিলেই বসের ঝাড়ি ঝুটে।
উন্নতি সব ভর করেছে কর্মচারির কাধে,
একটু হলে ওলট পালট ছাপোষার দোষে ;
ঝাজ মেটানো কথায় বুঝি দেশটা যাবে ডুবে।
হাড় খাটানো শ্রমিক মজুর ডাল ভাত না পায়।
শত অনুরোধ করুণা মাখা অভুক্ত চিৎকার,
এসি রোমের কাচের দেয়াল ভেদ করা যে দায়।
অফিস থেকে বেরিয়ে যারা এসি জিপে চড়ে,
বাসের জ্যামে দাঁড়িয়ে থাকার দুঃখ বুঝবে কিসে?
হাতের কাগজ পিএস বয়ে ছুটছে পিছু পিছু,
অফিস ফাইলের ওজন কত বোধ হবে কি কভূ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: আপনার কবিতার প্রতিটা লাইনে চরম সত্য লুকিয়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.