নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

প্রস্থান

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮



নিলাদ্রি তুমি চলে যাও,
এই শোন, সাবধানে যেও,
পথ খুব পিচ্ছিল হে !

আচ্ছা নিলাদ্রি তোমার মনে আছে?
কতো সযতনে তোমায় পার করে দিতাম !
খুব ভয় পেতে তাই না ?

আরে দূর এতো ভেবো না তো;
প্রথম সাতারে কত ভয় দেখনি?
যেই শিখে নিলো বাকিটুকুন তো একাই সামলেছো।

এই মনে আছে কতো গল্প হতো দু'জনার,
ওবাড়ির নিরুদা- শুভ্রাদীর প্রণয়ের।
দেখেছো কত্ত সহজে শুভ্রাদী শাখা- সিদূর মুছে দিলো?
এতো গভীরতার কি নিষ্টুর পরিণতি!

জানো নিলাদ্রি, অনেক কিছু বলতে চেয়েছি;
আমি পারিনি, আমি নিরব, বেশ নিরব;
নিরবতায় আমার চাওয়া খুজে নিও !

আর প্রশ্ন করো না, প্রতুত্তর কি দেবো?
কতো প্রশ্নের জবাব আমারি অজানা !
নিলাদ্রি শত অনুযোগ জমিয়ে রেখেছো;
চোখের জল, বুকফাটা কান্না, দীর্ঘশ্বাস,
কিছুতেই আজ কাজ দেবে না।
আমি পাতরের মতো জমে আছি।

এই জানো হাজারো মিত্যের মাঝে,
গভীরে সত্য লুকিয়ে আছে শুনবে?
একটাই সত্য চাওয়া আজ আমি মরে যাই,
তুমি সুখি হও !!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মাশকুর আহমেদ সাকিব বলেছেন: ভালো ছিলো.।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: এই মনে আছে কতো গল্প হতো দু’জনার
ওবাড়ির নিরুদা-শুভ্রাদীর প্রণয়ের।
দেখেছো কত্ত সহজে শুভ্রাদী শাখা-সিঁদুর মুছে দিলো?
এতো গভীরতার কি নিষ্ঠুর পরণতি!

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

মানুষ বলেছেন: কবিতা সহজবোধ্য এবং সুখপাঠ্য ছিল কিন্ত ছবিটাই মেরে দিলো :(

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১১

অলিউর রহমান খান বলেছেন: বেশ ভালো লাগলো।
সুন্দর হয়েছে।

শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.