নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

জল

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০




শিশিরের ফোটা বেশ শীতল,
গা ভেজানো দেহ কষ্টের ক্ষণ।
সাগরে জলের ঘুর্ণিঝড়ে
উড়ে যায় সব অভাগা কুটির।
নদির স্রোতে পাড় যায় ভেংগে,
ঘরবাড়ি ডুবে মানুষ তাড়ায় ।
বৃষ্টির ফোটা বন্যা হয়ে,
বানবাসি রূপে আগমন করে।
পিপাসার তরে বিষাক্ত জলে,
তৃষ্ণা পোহালে রোগ হবে তবে।
আখি জলে কিঞ্চিৎ উষ্ণতা,
বিরহ হয়ে নিরবে বহে।
তবুও জল...........!
নিঃশ্বাসে জল, কান্নায় জল,
তৃষ্ণাতে জল, মরণেও জল,
অভিশপ্ত জল আর কতো....!
জলে আমার বড্ড অবিশ্বাস !
বেচে থাকার অভিলাষে,
অবিশ্বাসেই নির্ভরতা....!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

দীপঙ্কর বেরা বলেছেন: বেশ।
ভাল লাগল।

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

জাহিদ অনিক বলেছেন:

কেন যাও জলের কাছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.