নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাগুরূ

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২২




মহামানব মহান সে জন,
পাপাত্মা কে দূরে ঠেলে;
পূন্য আত্মা করেছে গ্রহণ।
অশুদ্ধ এই সমাজটাকে,
বিশুদ্ধতার পরশ দিয়ে;
সঠিক পথের কিনার ভীড়ায়।
পথ হারানো শত যুবক,
তাহার আলোর জ্বলকানিতে,
সঠিক পথের দিশা খোজে।
ঝিমিয়ে পড়া ছাত্র সমাজ,
শ্রবণ করে অমীয় বাণী,
নতুন করে স্বপ্ন বুনে।
জীবন ঝড়ে নেতিয়ে পড়া,
আশাহত যুবকগুলি;
উদ্যমি সব গল্প শুনে
নতুন করে যুদ্ধে নামে।
পবিত্র সেই মহান আত্মার,
ন্যায় পরায়ণ জীবন যাপন;
হার মানায় কল্পনাকেও !
অসহায় সব অবোধ মানব,
অনাদর্শের ভীড়ের মাঝে,
আদর্শকে লালন করে।
নীর্বোধ এ জনপদে,
এমন মানব ক'জন আছে?
শূন্য লাভে তাদের জীবন !
নিঃস্বার্থে আলো ছড়ায়।
দিয়েই যাওয়া ধর্ম যাদের,
বিনিময়ের ধার ধারেনা।
এমন জীবন হারাবার নয়,
মৃত্যূ সেথায় পরাজীত হয়।
বেচে থাকো মম হৃদয়পটে,
যাপিত দিনের কর্মগুণে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯

শাহিন-৯৯ বলেছেন: শিক্ষা সচিব নজরুল ইসলাম কি ছবির লোকটা?

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৩

মোজাহিদ আলী বলেছেন: বলেছেন: জ্বি শিক্ষকদের একটা প্রগরামে উনারপ্রাথমিক শিক্ষকের সাথে দেখা হয়ে গেছিলো তারপরে এই দৃশ্য..

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: আহা, শিক্ষাগুরু!

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৯

মোজাহিদ আলী বলেছেন: জ্বি শিক্ষকদের একটা প্রগরামে উনার প্রাথমিক শিক্ষকের সাথে দেখা হয়ে গেছিলো তারপরে এই দৃশ্য..

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪০

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগল

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপি

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি। সুন্দর কবিতা।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

সাইন বোর্ড বলেছেন: শিক্ষকের পদধূলি নেওয়ার অাগে উনি কতটুকু মানুষ হতে পেরেছেন, সেটাই বড় কথা ।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.