নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

শহরতলার সভা

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৩



শহরতলায় সভা জমেছে
প্রতিবাদের সভা,
প্রতিরোধের সভা,
মুক্তির সভা,
হাভাতির সভা,
শোষিতের সভা,
বস্ত্রহীন বিবস্ত্রের সভা,
অধিকারের সভা,
বঞ্চিতের ঘুরে দাড়ানোর সভা,
মানুষের বেচে থাকার সভা।
এ সভায় কেউ বাদ পড়েনি,
বাচ্ছা, বালক, যুবক, মধ্যবয়সী
বয়েসের ভারে নোয়ে পড়া বৃদ্ধা,
শির্ণ দেহের হাড্ডিসার মানুষ,
হাভাতি বিবস্ত্র উন্মাদ পাগল
ল্যাংড়া লোলা কানা ওরাও
সবাই এসেছে !
জিবনের প্রয়োজনে উন্মাদেরা
যার যার সর্বশক্তি দিয়ে
ক্ষীন, মাঝারি উচ্চকন্ঠে
যে যার মতো চিৎকার করছে।
অপশক্তির কর্ণে সেই চিৎকার,
বুলেট, বোমা, মেশিনগান
নতুবা আরো শক্তিশালী,
কোন মরণাস্ত্রের মতো বিধছে।
জীবন মরন পণের যুদ্ধ খেলায়,
হেরে যাওয়ার ইতিহাস নেই।
যে মরে যায় সে বেচে যায়,
আর যে জিতে যায়
সে বদলায় নতুনত্বে বাচে ।
কাপৌরুষত্ব্বের ছোয়ায় যে যায়নি,
হেরে যাওয়ার ভয়ে হুংকারেনি,
তারও স্থান আছে ইতিহাসে
বিবেকহীনের মতো করুণায় বাচে
স্বাধীন রাজ্যে বীরদের ভীড়ে,
সে পরাধীন!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: আলী ভাই আর একটু গুছিয়ে লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.