নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

যেখানে স্বপ্নগুলি থমকে দাঁড়ায়

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০



অভিশাপে অভিশপ্ত,
কোন এক মৃত রাজ্যে;
নতুন করে বসতি ।
পুড়ে গেছে সব অতিত,
স্মৃতিগুলি ভষ্ম হয়ে ;
উড়ছে বাতাসে।
কালো ধোয়ায় ছেয়ে গেছে,
আমার স্বপ্নিল পৃথিবী;
তবুও আমি হাটছি;
সরু পথের একলা পথিক।
কেউ একজন ছিলো,
রংগিন পথ আগলে রেখে,
অন্ধকারে ছেড়ে দিয়েছে।
একলা মানুষ অচেনা পথ,
আমার অস্তিত্ত্ব আমার ধ্যান;
আমার প্রতিটা মুহুর্ত
বড্ড দুর্ভেদ্য যন্ত্রনাময়।
আমার পৃথিবিতে কেউ নেই,
দু' চারটে ঝি ঝি পোকা,
বিশ্রি গায়েন বিশ্রি সুর;
অদ্ভুত ভুতুড়ে চারিদিক।
আমার স্বপ্ন নেই ভাব নেই,
এই পৃথিবীতে কেউ স্বপ্ন দেখেনা,
বেচে থাকার অভিপ্রায়ে,
প্রতিটা নিশ্বাস।
আমি যে বেচে আছি?
এটুকুই অবিশ্বাস !

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫১

মোঃ নুরউদ্দিন কবির বলেছেন: সুন্দর

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.