নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

চাপা দেয়া স্বপ্ন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭




মনে রেখো সেই দিন,
আমি কতো উৎফুল্ল, উদ্ভাসিত ছিলাম।
আমি, আমি ঠিক তৈরি ছিলাম না,
ভাবতেও পারিনি তুমি ওভাবে আমার হবে।
আমি ঠিক প্রস্তুত ছিলাম না,
তবে এটুক জানি আমার জীবনের,
সব অর্জন অপ্রস্তুতেই।
তুমি বড্ড যান্ত্রিক, আবেগহীন,পুতুল সম,
যতো কৌশল, আবেগি কথা,
ব্লাকমেল আর সম্পর্কচ্ছেদের হুমকি।
সব করেছি, ব্যার্থ আমি অবিশ্বাসেই পড়ে আছি।
কিভাবে পারলে তোমার অস্তিত্ত্ব গোপনে চাপা দিতে?
কতো প্রতিক্ষা, নতুনের সন্ধানে পুর্ণতা,
সবখানেই ব্যার্থ আমি।
কোন এক অজানায় নিজেকে খুজি,
কে যেনো পিছে ডাকে ফিরে এসো প্রিয়।
না পাওয়ার শুন্যতা যখন খুব প্রবল ,
সময়গুলি খুব বিরক্তের, অসহ্য, যন্ত্রনার,
তুমি ঠিক বুঝে নিলে;
কি করতে হবে, কি ভাবতে হবে।
তোমার ভাবনা, আমার স্বপ্ন,
আমার ভাবনা, তোমার স্বপ্ন
দু'য়ে মিলে এক হোক,
প্রান ফিরে পাক গভীরের প্রেম।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন+++


শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.