নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতার মৃত্যূ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭



কবি লিখছেন,
বড্ড দুষ্কর লিখা।
সাধু চলিত সংস্কৃত বাদ যায়নি।
কবি বেশ কৌতুহলি,
কবিতার শেষ লাইন যেই না বসাই,
পাঠক, শ্রোতা হুমড়ি খাবে।
কবি লিখছেন নাগরি,চাটগা,কুট্টি
চাকমা, মারমা, বাদ যায় নি।
মনিপুরি,সাওতালেও তার অগাত পান্ডিত্য।
কবিতা সবার, কবিতা সব গোত্রের।
কবি সাম্প্রদায়ীক নন, কবিতো কবিই,
ছন্দের মাঝে জীবনের ছবি আঁকে।
অবশেষে কবিতার পুর্ণতা,
বড্ড আশা নিয়ে প্রকাশিতে,
ম্যাগাজিন, মাসিক,ত্রৈমাসিক,
পত্রিকা, সাময়ীকি, দেয়ালি
কবিতার ঠাঁই কোথাও হয়নি।
একি কবি,কবিতা দ্বারে দ্বারে ঘুরছে ?
পাঠক, শ্রোতা নাগালেই নেই !
নিজের মেধা,শ্রম, সব জলে যাবে?
অগণিত, বহুজাতিক কবিদের ভীড়ে,
এমন কবি কেই বা খুজে ?
লজ্জায় ক্ষোভে কবির কবিতা
নিজ ডায়েরিতে মুখ লুকোয়।
অবশেষে একটি স্বপ্ন,
একটি কবিতা, একজন কবির ,
নিঃশব্দে প্রস্থান।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: লিখনি শব্দের অর্থ কী?

প্রস্তান - প্রস্থান

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.