নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

মুখোশ পরা ধার্মিকতা

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৪



ধার্মিকতার মুখোশ পরে
ছুটছে যারা অনায়াসে।
সুযোগ বুঝেই যেথায় সেথায়,
অবোধ বালক, তরুণ সমাজ

নিজের মত যুক্তি দিয়ে,
মুক্ত হওয়ার পথ দেখিয়ে,
ইচ্ছে মত নিচ্ছে ভাগে।
আত্নগাতী করছে মিছে,
রক্ত ঝরার মন্ত্র দিয়ে ,
জীবন নাশে তৃপ্তি খুঁজে;
ধর্ম বুঝি তাহার মাঝে ?

আত্নশুদ্ধির নাম ভাংগিয়ে,
গহীন অনল ভয় দেখিয়ে,
অশুদ্ধতার পরশ দিয়ে,
স্বর্গ সুখের লোভ দেখিয়ে,
বিপথগামী করছে হেসে।

তরুণ তুমি হিসেব করো,
নিজের বিবেক, বুদ্ধি দিয়ে,
প্রভুর দেয়া জীবন বিধান,
বুকের মাঝে আগলে রেখো।
হৃদ্যতা আর মানবপ্রেমে,
সরল পথের দিশা খুঁজো।

স্বর্গ সুখ তো ঠিকিই আছে,
গহীন অনল নয়তো মিছে।
মৃত্যূ পরে উঠবে জেগে,
পাপ পূন্যের হিসেব কষে,
আল্লাহকে সব জবাব দিয়ে
স্বর্গ নয়তো নরকে যাবে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মানুষেরা সত্যিকারের মানুষ হোক।

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: মুখোশধারী ধার্মিকের কারণে সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। স্বার্থের জন্য অনেকে ধর্মের মুখোষ পড়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষদের ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করে। এসব মুখোষধারী ব্যক্তিদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................................ নববর্ষের শুভেচ্ছা।
............ব্লগে স্বাগতম।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছন্দোবদ্ধ কাব্য কথায় মুগ্ধতা

বৈশাখী শুভেচ্ছা রইল

৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন:
এরপরও কারো জেনো ফিরবে না হুঁশ
থুতু আর হিশু নিয়ে বাঁচবে পুরুষ
জীবনও খুঁজে যাবে ধান্য ও ধন
একা একা কেঁদে যাবে মাতৃ-নয়ন

এরপরও পুজো তার বলে যাবে মানে?
ছোট্ট শিশুটাও যন্ত্রণা জানে
এখানে বাঁচা মানে যদি ধর্ষণ
দাউদাউ জ্বলে ওঠো তৃতীয় নয়ন

৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২১

আকতার আর হোসাইন বলেছেন: প্রশংসা করার মতো একটি কবিতা এটি। আল্লাহ মানুষকে সহীস বুজ দান করুন, আমিন।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১২

আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে, ধর্মান্ধদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.