নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" অগুছালো চিন্তা ধারায় কিছু অনভীজ্ঞ লিখা।\"

মোজাহিদ আলী

খুব সাধারণ পরিবারে জন্ম আর সাধারণভাবে বেড়ে উঠার এক আত্মজীবনি আছে আমার। লিখতে পারব...? সন্দেহ হয় ! অভীজ্ঞতা ছাড়া লিখা অনভীপ্রেত। সাধারণ জীবনের অনভীজ্ঞ লিখাগুলি পাঠকেরা পড়বে কি না সন্দেহ আছে...... তারপরেও লিখি, নিজের আত্ম সন্তুষ্টির জন্য না হয় একটু আধটু লিখবার চেষ্টা করলাম.........।।

মোজাহিদ আলী › বিস্তারিত পোস্টঃ

অবশেষে তুমি এসেছিলে

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭


তুমি এসেছিলে
একটা কবিতা লিখবো বলে,
ছন্দের মাধুরতায় আমরা সাজবো বলে।

তুমি এসেছিলে
কোন এক নিস্তব্দ দুপুর,
বাসন্তি হাওয়া আর মিষ্ট রোধ,
ইকোপার্কের সবুজ ঘাসের উপর,
মুখোমুখি বসেছিলাম দু'জনে,
জীবনের সেরাটুকু সেখানেই হারিয়েছিলাম।



তুমি এসেছিলে
কোন এক অবেলায়,
কতো অভিমান খুনসুটি,
পাওয়া না পাওয়ার হিসেব,
প্রতিটি সেকেন্ট, মিনিট,ঘন্টা,
মনে আছে কি নিখুত হিসেব নিতে?

তুমি এসেছিলে !
জিবনটাকে রাংগিয়ে দিতে,
বেঁচে থাকার দীর্ঘ্যতা আর নিশ্বাসের পুর্ণতায়।

তুমি এসেছিলে
দুশ্চিন্তা সব নিয়ে যেতে,
কল্পলোকে স্বপ্ন সাজাতে ,
অনাহুত ভবিষৎ এর স্বপ্নের গাথুনিতে।

তুমি এসেছিলে,
এক চিলতে হাসি দিয়ে,
ভালোবাসি ভালোবাসি বলে।
আসোনি বিষাক্ত বিষের পেয়ালা হাতে!
তবে কেনো আজ বিষাক্ততায় আমার বাস,
আর তুমি স্বর্গসুখে?

অবশেষে......!!
তুমি এসেছিলে,
জীবনকে বিষাদতায় ভরিয়ে দিতে !!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬

তারেক ফাহিম বলেছেন: তুমি আসবে বলে আমি স্বপ্ন দেখে যায়,
আর একটা করে দিন চলে যায়।

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩০

রোকনুজ্জামান খান বলেছেন: সে চলে গিয়েছে,,,কবিতা তো নয়
যেন বাংলা রেপারেরে লিরিক্স।

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩

জোবায়দা জবা বলেছেন: অসাধারণ মুগ্ধতা রইলো

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০০

মোজাহিদ আলী বলেছেন: ধন্যবাদ আপু

৪| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শেষটা না আসলেও হতো।

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.