নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরে গেলে মেঘ হতো যমুনার জল...

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

আব্দুল্লাহ আল মুক্তািদর

'If Stavrogin believes,he does not think he believes. If he does not believe ,he does not think he does not believe.'-The Possesed

আব্দুল্লাহ আল মুক্তািদর › বিস্তারিত পোস্টঃ

কবিতা: মরে গেলে মেঘ হতো যমুনার জল

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

মরণকালে সহজ চোখের এক মানুষের দু'টো ডানার উদয় হ'ল...

মরে যাওয়া দুই হাতের জন্মস্হানে হলুদ পাখির মতোন

রঙ করা পাখনা হঠাৎ হওয়ার নয় তবু কাঁধ গড়ায়ে হয়ে উঠল।



উঠতি গাছে বিরাট পাতা আর পাতা যেমন...

মরে যাওয়া মানুষটার পুব আর পশ্চিমের পাখনা বাতাসে দুলেএএএ

উঠে দোল খায়।



(আগের দুই মরণকালে বেশরম হেসে ওঠায়, তার শিথান-পৈথান

ঘুরে ঘন গোমরামুখের মরণ-দেব বহুদূর পিছায়ে গেছে।)



তরুণ পাখনায় ভর করে নিষ্প্রাণ দেহ বের হল সকল দুনিয়া

ভ্রমণে... মৃতদেহে রোদ বড় মিঠা, পাখনায় বাতাসের দারুণ

উথাল-পাথাল...এক একটা নদীর মোহনায়, এক একজন পাহাড়ের

কাছে... মেঘ-বর্ষণের কোন কোন আকাশের তলায়...সন্ধ্যা নামে...



...মাঝ রাত-

বেশি রাত-ভোরের আভাস- সূর্যের লাল - গমের ডগায়

সোজাসুজি রোদ-হেলানো আলো- আলোর অভা্ব-আগরাত-ঘন রাত-

মাঝ রাত...



ভর দু-পু-উ-রের এতো এতো হাজার সূর্য পার করে পাখনায় উড্ডীন

মরদেহ এক পাহাড় এড়ায়ে নেমে এল...



ধান উড়ানো বাতাসে ঘুরে ঘুরে সমস্ত চোখ তখন ঘুমায়েএএএ আছে ঘন;

একটা পথ, বন থেকে খানিক বের হয়ে এসে, গলে পচে যাওযা পাখনা দেখে

ফের মিলায়ে গেল...









ছবি: জে আর কম্পটন, 'বার্ড উইঙ'











মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

এহসান সাবির বলেছেন: পড়লাম। ভালো।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০১

আব্দুল্লাহ আল মুক্তািদর বলেছেন: ধন্যবাদ, এহসান সাবির

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.