নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরে গেলে মেঘ হতো যমুনার জল...

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

আব্দুল্লাহ আল মুক্তািদর

'If Stavrogin believes,he does not think he believes. If he does not believe ,he does not think he does not believe.'-The Possesed

আব্দুল্লাহ আল মুক্তািদর › বিস্তারিত পোস্টঃ

কবিতা: কেবল জলের কোন গল্প হয় না

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

কেবল জলের কোন গল্প হয় না। শীত-আষাঢ়-অঘ্রান-বসন্ত-মার্চ-

জুলাই-জানুয়ারি- কোন কালেই না। জল যদি আসলেই জল তো গল্পে তার

সদা সহস্র অন্যদের ভাসমান, ডুবন্ত, হারায়ে যাওয়া ভিড়। জলের

গভীরে শুধু জল থাকে না , জলের দু-তিন-চার পাশে আর উপরে আসমান-

মেঘ-পাখি-কলমি-বাতাসের মতোন সব অজল কিছু উড়ে-জুড়ে থাকে।



গাঢ় ঢেউতোলা নদীর মতোন রাতের এপারে

সন্ধ্যায় কেরোসিন-হারিকেন-সলতে-আগুন।

তাই অ/শুভক্ষণে এই সমস্ত অজল গল্পের আরম্ভ!

পুকুরের জল শুকায়ে শুকা-আ-য়ে যেই রাতে

দশ-অর্ধেক; কাদা-মাটি- খলসে মাছ- হলুদ হাঁস-পচা

পাট-কলার পাতা-কাঁকড়া-শামুক-ছেঁড়া জুতা-

কাপড়ের নানান অংশ- কোন কোন শিমুলের মরা পাতা-

কাঁঠালের কালো মুচির শুরু হয় গল্প-

এদের জন্যে গল্প-

এদের গল্পের পরের গল্প-

গল্পের ভূমিকা গল্প-

গল্প নিয়ে আরও গল্প-



শীতের রাতের ওপারে...জারুল-বাবলা-পীতরাজের উত্তর-পুবে

সরিষাফুলের মউ-মাছি দিনের আলোর আশায় আজান খোঁজে

-আবছা ভোর আরও আরও ভোর হয়।



সব চোখে চোখে, বৃদ্ধা-বালক-কিশোরী- পুরুষের বীজে-ঘামে, কাঁঠাল-বোঁটার

সাদা রক্তরসে, ডাবের পানি- আগাম তরমুজের রসে মিশে থাকা জল নিয়ে নানান

কাব্য রচনা হয় দিনভর। কেবল আসল-শুদ্ধ-মেঘঝরা জলের কোন গল্প নাই।জলের

দু-তিন-চার পাশে, বুকের উপর, আসমান- মেঘ-পাখি-সবুজ পাতা, নিরাকার বাতাসেরা...



আলো-ছায়া-বৃষ্টির দুনিয়া জুড়ে মানুষের জনম যেমন, কেবল জলের কোন একলা গল্প হয় না।









ছবি: 'সানডে রেইন' বাই গলিয়িান সারাহ

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারন! অনেক ভালো লাগা রেখে গেলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.