নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরে গেলে মেঘ হতো যমুনার জল...

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

আব্দুল্লাহ আল মুক্তািদর

'If Stavrogin believes,he does not think he believes. If he does not believe ,he does not think he does not believe.'-The Possesed

আব্দুল্লাহ আল মুক্তািদর › বিস্তারিত পোস্টঃ

কবিতা: সারা ধানের ক্ষেতে হয়তো তরঙ্গ

১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৮

চোখ দু'টো গরম কাঁটায় উঠায়ে নিয়ে এক অন্ধকারে আমি অন্ধকে

বসায়ে দিল রক্তজবার বিছানায়।বাতাসে রোদ বাড়লে রাতের

বিছানার মতোন সারা ধানের ক্ষেতে হযতো তরঙ্গ। একপাড়ে তাঁতের

শতেক ঘর। কটকট...খট..খটাখট। ভোরের টুনটুনির ঘুম মিলায়ে যায়

ইট-মাটির পথ-গোরস্হানের ছায়ার এককোণায়।



কোন এক বৃদ্ধজন গল্প বলতে বলতে অমন গাঁয়ের পর গাঁ, বন্দর-ভিটা

জয় করে নেয় রোজ । গন্ধরাজ ফুলের মতোন ঘন সাদা আলোর গল্প।

আমি চোখহীন তাকে দেখি আর দেখে যাই।জবান বন্ধ সেই কবে থেকে।

কেবল তার ডুবে গিয়ে ভেসে ওঠা কলমিপাতা-চোখ ছড়ায়ে দিলে

মেঘলা ঝড়ের পদ্য, ক্ষেতভরা কাঁচা গমের গল্প ভুরভুর করে দিগ্বিদিক সুবাস ছড়ায়।



ফুলের গন্ধে চোখভরে যার আসে, ঘোর অন্ধকারে তার শরীর জুড়ে

আর কারও দেহ এসে মিশে থাকে। যেসব চোখে খালি গল্পের ভিড়,

না-পুরুষ-না-নারী ফেরেশতা এসে তাদের মনে মনের গন্ধ ঢালে।



দীঘল পূর্নিমার আলো+নূর-+বিদ্যুতের লাইট+ ধ্রুবজ্যোতি...



আগুন ছাড়াই অনেক আলো জ্বলে দুনিয়ার সব রাতে রাতে।

শরীর ছাড়াও মানুষের মনেরা যুগ-যুগ বাস করে,

শরীরের বাইরেই ম'রে ম'রে হাজারবার পচে ওঠে।











ছবি: জ্যঁ পল বুর্দেয়া

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:১৯

সায়েম মুন বলেছেন: খুব ভাললাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.