নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরে গেলে মেঘ হতো যমুনার জল...

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

আব্দুল্লাহ আল মুক্তািদর

'If Stavrogin believes,he does not think he believes. If he does not believe ,he does not think he does not believe.'-The Possesed

আব্দুল্লাহ আল মুক্তািদর › বিস্তারিত পোস্টঃ

কবিতা: শীতল কুয়াশা তুমি বিরহে অন্ধকার

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০০

কোন কোন রাত থাকে এমন ঘন, অন্ধকার তখন আরও অন্ধকারে হারায়ে যায়।



জারুলের বেগুনি-সবুজ ডালে বসে কালচে পাখিটা দেখে

কোন একজন কালো মানুষ ঘুমায়ে আছে, মাটি জুড়ে দেহ।

ঘুমন্ত মানুষটাকে ঘুমাতে দেখে সন্ধ্যা দ্রুত ঘনায়ে আসে, পাখিটা

ফিরে যাওয়ার আগে মানুষটার কালো বুকে একবার চোখবুজে বসে।



তুমি অমন বারবার মরে যাও। আর আমি প্রতি অমাবস্যায়

পাখির মতোন উড়তে থাকি, তোমার ফুরায়ে যাওয়া নি:শ্বাসের চারপাশে

চোখ ভিজায়ে ডুবে যাই। তুমি অমন বারবার ফুরায়ে যাও, রোদের মতোন

হাসতে গিয়ে প্রতি সকালে দেখি, শীতল কুয়াশা তুমি বিরহে মিলায়ে গেছ।



একবার যমুনার নামটা কেউ আশ্বিনে এসে বদলে দিয়ে গেল। নদী অভিমানে

ভেজা পাখির মতোন ডানা ঝাপটায় আর এই কূল ওই কূল ভেঙে ভেঙে পড়ে। রাতে শো শো করে নদীর জল অশ্রুর মতোন লোনা হয়ে যেতো। আমি সবুজ রঙের পাখি হয়ে সেই জলে আবার জন্ম নিলাম। জারুলবনে এসে দেখি ফুলগলো সব কলাপাতা-সবুজ, ঘন বেগুনি অজস্র পাতা ।



কোন কোন আলো থাকে সুখের রঙে নিভে যায় , অন্ধ অন্ধকারে জ্বলে ওঠে।তোমার চারপাশে সকল রাত তারার মতোন জ্বলছে । আবার মরে বিরহসমান অন্ধকার তুমি এখনও ঘুমায়ে আছ।







ছবি: রাচেল বিঙামান

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ ++++++++

২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৪৮

আব্দুল্লাহ আল মুক্তািদর বলেছেন: ধন্যবাদ , অপূর্ণ :-)

২| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়তে বেশ লাগলো

২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯

আব্দুল্লাহ আল মুক্তািদর বলেছেন: মন্তব্য পেয়ে আমিও অনুপ্রাণিত হলাম :-)

৩| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার কবিতা !

২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫০

আব্দুল্লাহ আল মুক্তািদর বলেছেন: ধন্যবাদ :-)

৪| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫

সায়েম মুন বলেছেন: বেশ লাগলো

২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫১

আব্দুল্লাহ আল মুক্তািদর বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.