নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরে গেলে মেঘ হতো যমুনার জল...

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

আব্দুল্লাহ আল মুক্তািদর

'If Stavrogin believes,he does not think he believes. If he does not believe ,he does not think he does not believe.'-The Possesed

আব্দুল্লাহ আল মুক্তািদর › বিস্তারিত পোস্টঃ

কবিতা: দুনিয়ার একেবারে দক্ষিণে স্বর্গ

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

পথটুকু আমড়ার ডাল-ঝরা আনমনা পাতায় ধীরে ঢেকে যাচ্ছে।

রৌদ্র-ঝিলিক ঘাস ছায়ায় কালো করে

যে মানুষটির মরদেহ নিয়ে যাচ্ছো , দূর-দক্ষিণে যাকে ফেলে আসবে ধীরে...





আমি আর সে দু'জনই তখন মাটির প্রতিমা, স্বর্গলোকে বাস।

হাতে হাত রেখে বহুকাল পুতুল-প্রেমে মত্ত।

ভেবেছিলাম একই গাঁয়ে, একই যুগে জন্ম নেবো।



আজ তোমরা তাকে নিয়ে যাচ্ছো নদী, সমুদ্র, শীতের আকাশের অন্য পাড়ে...



নিরন্তর পুতুল-প্রেমে মজে ছিলাম বহুযুগ। আমার জন্ম হতে যখন

বাকি মাত্র অর্ধ শতাব্দী, অন্যআলোর সেই ভোরে স্বর্গ থেকে হারায়ে গেল তার চোখজুড়ানো প্রতিমা।



দুনিয়ার এক স্টেশনের লাল দালান অদূরে আবছা হয়ে আছে। সেই প্রথম দেখা হল দু'জনার। খুঁজে-বুঝে চিনতে পারলাম বেশ পরে।তার নম্রে যাওয়া মুখ, বয়সের অজস্র বলিরেখা। পনেরো পার হতে চাইছি আমি সবে এমন কিশোর । শীতেও যেন ঘ'নে এলো কালবোশেখি। পশ্চিমে লাল সূর্যের বদলে নিকশ মেঘঘঘনওওও...



আজ তোমরা তাকে নিয়ে যাচ্ছো নদী, সমুদ্র, শীতের আকাশের আরেক পাড়ে...



সিনেমার সাদা পর্দায় চোখ রাখতেই সব জ্বলে উঠল।দেখি অতি সুন্দর কিশোরী এক গমের ক্ষেতে সিঁথি কেটে সুদূরে মিলায়। দুপুরের গনগনে রোদ সেই সন্ধ্যাতক লেগেছিল চোখে, আলপথে হেঁটে যাওয়া একাকার বৃদ্ধার পানময় মুখ পর্দা ভেঙে ভেসে ওঠে।



শুভ্র-নীল। জেগে ওঠে মাটির প্রিয়তম মূর্তি...

দুনিয়ার একেবারে দক্ষিণে স্বর্গ।







ছবি: জোহান্স স্টটার

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২

সুমন কর বলেছেন: অসাধারণ হয়েছে। প্লাস+++

আমি আর সে দু'জনই তখন মাটির প্রতিমা, স্বর্গলোকে বাস।
হাতে হাত রেখে বহুকাল পুতুল-প্রেমে মত্ত।
ভেবেছিলাম একই গাঁয়ে, একই যুগে জন্ম নেবো।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

আব্দুল্লাহ আল মুক্তািদর বলেছেন: ধন্যবাদ :-)

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

গাজী সুবন বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.