নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরে গেলে মেঘ হতো যমুনার জল...

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

আব্দুল্লাহ আল মুক্তািদর

'If Stavrogin believes,he does not think he believes. If he does not believe ,he does not think he does not believe.'-The Possesed

আব্দুল্লাহ আল মুক্তািদর › বিস্তারিত পোস্টঃ

দ্য লাস্ট লাভারস: আ কার্সড লাভ

২৩ শে জুন, ২০১৫ ভোর ৪:০৭



শহর থেকে শহরগুলো যতখানি দূরে,
ভোর থেকে ভোরে
মেঘ উতলা মেঘনা নামের নদী
ততদূর বহুদূর বয়ে চলে যায়,
দেশ দেশান্তরে
ভোর থেকে ভোরে
হৃদয় থেকে হৃদয়গুলো যতখানি দূরে।

তোমার আমার দেখা হল বলে সূর্য আর সূর্য নাই,
বাতাসেও বাতাস নাই। সমস্ত মনভরা গান,
কূলজোড়া ফুল, তারার আলো মরে গেছে প্রায়।

আমরা প্রথম ভালোবাসলাম।
আর ভূবনময় সবকিছু কেমন ফুরিয়ে যাচ্ছে।
ঢেউয়ের অতলে তলিয়ে যাচ্ছে ঢেউ, গাছের পাতা আগুনপোড়া,
মাটির বুক ভেঙে দেশ, মহাদেশ ডুবে যাচ্ছে,
অন্ধকার আর আলো পরস্পর ভুলে গেছে নাম।

তুমি আমি এতো এতো ভালোবাসি তবু
দুনিয়া বন্ধ করে আরও কত বিরহ জমতে থাকে।
হৃদয় থেকে হৃদয়গুলো যতখানি দূরে,
ভোর থেকে ভোরে
মেঘ উতলা মেঘনা নামের নদী
ততদূর বহুদূর বয়ে চলে যায়।





ছবি: রেনে মাগ্রিত

মন্তব্য ৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:২৪

অসাধারন সমীকরণ বলেছেন: তোমার আমার দেখা হল বলে সূর্য আর
সূর্য নাই,
বাতাসেও বাতাস নাই। সমস্ত মনভরা
গান,
কূলজোড়া ফুল, তারার আলো মরে
গেছে প্রায়।

ভালো লেগেছে লাইন গুলো।।। :)

২| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:২৪

অসাধারন সমীকরণ বলেছেন: তোমার আমার দেখা হল বলে সূর্য আর
সূর্য নাই,
বাতাসেও বাতাস নাই। সমস্ত মনভরা
গান,
কূলজোড়া ফুল, তারার আলো মরে
গেছে প্রায়।

ভালো লেগেছে লাইন গুলো।।। :)

৩| ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:০১

শেষ শব্দ বলেছেন: ভালো লাগলোঅনেক।চালিয়ে যান।

৪| ২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০০

সুমন কর বলেছেন: ৪র্থ ভালো লাগা রইলো।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯

রুদ্র জাহেদ বলেছেন:
তুমি আমি এতো এতো ভালোবাসি তবু

দুনিয়া বন্ধ করে আরও কত বিরহ জমতে থাকে।

হৃদয় থেকে হৃদয়গুলো যতখানি দূরে,

ভোর থেকে ভোরে

মেঘ উতলা মেঘনা নামের নদী

ততদূর বহুদূর বয়ে চলে যায়।

দারুণ সুন্দর কাব্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.