নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরে গেলে মেঘ হতো যমুনার জল...

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

আব্দুল্লাহ আল মুক্তািদর

'If Stavrogin believes,he does not think he believes. If he does not believe ,he does not think he does not believe.'-The Possesed

আব্দুল্লাহ আল মুক্তািদর › বিস্তারিত পোস্টঃ

\'দ্যাট লাভ ওয়াজ নেভার আ লাভ\'

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১



এই প্রেম কোনদিন, কখনওই অন্য প্রেম নয়।

এমন ভরা কুয়াশায় শহরের গলিগুলো চোখের সামনে এসে নিভে যায়। কোথায় কোন আকাশে লুকিয়ে থাকে
বিশাল-প্রদীপ সূর্য। যে পথ মন্দির, বিদ্যালয়, গীর্জা, মসজিদ, মক্তব, বাজার, বেশ্যালয়, রুটি-চা-কাপড়-ফুলের
দোকান, উদ্যান সমস্ত ঘুরে গিয়ে পুরাতন ব্রহ্মপুত্রে মেশে,তার সাথে আজীবন তোমার আমার অপরিসীম সম্পর্ক:

তবু এই পথ ধরে যে অভিন্ন যাত্রা আমাদের, তার দু্'ই ভিন্ন ভবিষ্যত।
তোমার হাত ধরে আমার যে যাত্রা , চিরকাল তার ভিন্ন ভবিষ্যত।

এমন ধূপকাঠি মলিন সন্ধ্যা। শহরের একপ্রান্ত থেকে চাদর গায়ে কড়ামনে শীতে হেঁটে আসে ধীরে। যেই রাত
ধার্মিক, প্রেমিক, শ্রমিক, কিশোরী, বৃদ্ধ, প্রৌঢ়া, গায়িকা, ভালো ছাত্র, চোর, মন্দ শিক্ষক, পোস্টমাস্টার, ইমাম,
পুরোহিত, দালাল, কবি- সকল লোকের মাথার উপর মৃদু মনোহর জোছনা নিয়ে আসে, হাসনাহেনার গন্ধ-সমেত
জলজ শিশিরগুলো যতজন, যত লোক দেখতে পায়, তাদের সাথে তোমার আমার অন্ধকার মিলেমিশে একাকার:

তবু সন্ধ্যাবেলা, যত চোখ, যত লোক আমাদের দেখে, তত অজানা আমাদের ভবিষ্যত।

প্রতিটা প্রেম নিজেই নিজের সৃষ্টিকর্তা।
প্রেমিক কখনও প্রেমিকের মতোন হয় না।
এক প্রেম কোনদিন, কোনকালেই অন্য প্রেম নয়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: স্বচ্ছ পবিত্র প্রেম তো আজকাল দেখাই যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.