নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৪০৪ নট ফাউন্ড

মুক্তাদির অনল

১৯

মুক্তাদির অনল › বিস্তারিত পোস্টঃ

ধার করা কালচার

১০ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৬

২০১৭ সালে "বাংলাদেশ" ছুটছে মানুষ ছুটছে দেশ।প্রযুক্তির কল্যাণে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি ঠিকই কিন্তু আমরা এই প্রযুক্তির যথাযত ব্যবহার মনে হয় আজও শিখে উঠতে পারলাম না। বর্তমান প্রজন্মের এক অন্যতম নাম সোশ্যাল মিডিয়া, যার দরুন পৃথিবীটা চলে এসেছে একেবারে হাতের মুঠোয়।সোশ্যাল মিডিয়া সারা বিশ্বব্যাপী যোগাযোগের ভাল মাধ্যম হলেও বাংলাদেশ,ইন্ডিয়া এবং আশপাশের কিছু দেশে এর বাতিক্রমও ঘটছে হরহামেশা।আমরা দিন দিন সোশ্যাল মিডিয়ার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছি যে এই সোশ্যাল মিডিয়া (ফেসবুক ,টুইটার ইন্সট্রাগ্রাম ) নিয়ন্ত্রণ করে আমদের নিত্তদিনের জীবন।কাপড় পরিধান হতে শুরু করে খাওয়াদাওয়া,চলাফেরা এমনকি কথাবার্তা পর্যন্ত নির্ভর করে সোশ্যাল মিডিয়ার উপর।যার নেতিবাকক প্রভাব প্রতিনিয়ত পরছে আমাদের সামাজিক,পারিবারিক এমন কি জাতীয় জীবনেও।দুঃখের বিষয় হলেও সত্যি হারাতে বসেছি আমাদের নিজ্বস্য কালচার।পাশ্চাত্য দেশগুলোর বেশভুষণ আমরা এমন ভাবেই আয়ত্ত করেছি যে নিজেদের সংস্কৃতি মোটামুটি হারিয়েই ফেলেছি।আমাদের কথাবার্তাও এখন বাংলা-ইংরেজির সংমিশ্রনে উদ্ভট এক তামাশায় পরিনত হয়েছে।এই অবস্থার জন্য কাকে দোষারোপ করবেন আপনি? সমাজকে? ইন্টারনেটের ব্যবহারকে ? নাকি নিজেকেই?সারাদিন দেশপ্রেম দেশপ্রেম করে গলা ফাটালেও ওই গর্জনের পিছনে লুকিয়ে আছে শুধুই লোকদেখানোর অপচেষ্টা। এটা বোঝার জন্য এখন মহাপন্ডিত না হলেও চলে। সেইদিন আর বেশি দূরে নেই যেদিন সোশ্যাল মিডিয়ার কল্যানে চলে আসা ধার করা কালচারে শোধটা আমাদের আত্মসম্মান দিয়ে করতে হবে।

হয়তো সেই দিনটা আপনি দেখবেন না, তবে পরের প্রজন্ম দেখবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.