নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৪০৪ নট ফাউন্ড

মুক্তাদির অনল

১৯

মুক্তাদির অনল › বিস্তারিত পোস্টঃ

ভবঘুরের ভালোবাসা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

মেয়েটা যেন একটু বিরক্তির স্বরেই বলল "আচ্ছা,তোর প্রবলেমটা কি?"
ভাবলেশহীন ভাবেই ছেলেটার উত্তর "কি করলাম?"
-তুই মানুষ?আয়নায় কতদিন চেহারাটা দেখিস নি বল দেখি? চুলগুলা এত্ত বড় বড়-কাটার দরকার নাই,রেখে দে। কদিন পর খোঁপা বাঁধিস,আমি তোর খোঁপায় জবা জুল গুঁজে দিবো। ডিসগাস্টিং। কিছুদিন পর বাউল সন্ন্যাসী হয়ে রাস্তা রাস্তা ঘুরিস। জংলী কোথাকার.....।
ছেলেটা যেন কিছু শুনতেই পাচ্ছে না। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ঠোঁটে নেয়। সিগারেটের প্যাকেটটা আবার পকেটে রেখে, এ পকেট ও পকেট হাতড়ায়। তারপর মেয়েটার দিকে তাকিয়ে স্মিত হেসে বলে "লাইটার আনতে ভুলে গেছি।"
মেয়েটা যেন এখন আরো বিরক্ত। কোনো মানুষ এতো সিগারেট খায়? শরীরটার দিকে একবার তাকিয়ে দেখ তো,কি অবস্থা করেছিস?ফু দিলেই তো মনে হয় উড়ে যাবি। আর এই ক্যাটক্যাটে হলুদ পাঞ্জাবিটা ফেলে দিতে পারিস না। দেখতেই বিশ্রী লাগে। কি? এটা কি বাপ-দাদার দেয়া শেষ স্মৃতি যে পাঞ্জাবিটার উপর মায়া পড়ে গেছে। নাকি হিমু ভাবিস নিজেকে? গল্পের হিরো? ওরে আমার আইছে রে... শোন্, এমন করে চললে না হিমু হয়েই কাটিয়ে দিতে হবে। আর হ্যা,রুপাকে ওই গল্পের মধ্যেই পাবি। বাস্তবে খুঁজতে যাস না। কি হলো চুপ করে আছিস যে, কথাগুলো কানে ঢুকছে নাকি আমি দেয়ালের সাথে কথা বলছি?
-শুনছি তো।
-আরে ধুর,এমন ক্যান তুই? কোনো চিন্তা নাই,সিরিয়াসনেস নাই, যত্ন নাই। এমন করলে জীবন চলবে?
-আমি তো আমার মতো ভালোই আছি,তুই শুধু শুধু আমাকে নিয়ে এতো টেনশন করিস। অবশ্য এটার একটা ভালো দিক আছে-তুই যখন আমার উপর রাগ করিস তখন তোকে দেখতে যে কি সুন্দর লাগে বলে বোঝানো যাবে না। শুধু মনে হয় অনন্তকাল শুধু তোর দিকেই তাকিয়ে থাকি।
মেয়েটা ফোঁফাতে ফোঁফাতে বললো "তুই আসলেই খুব খারাপ একটা ছেলে।"
-জানি তো। আমি খারাপ বলেই তো তোর মতো এতো ভালো একটা মেয়ে আমাকে ভালো করার জন্য আমার সাথে লেগে আছে। অনেক হলো,এখন চল। টং এর সিঙ্গাড়াগুলো এতক্ষনে মনে হয় ঠান্ডায় হয়ে গেল

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১

বিজন রয় বলেছেন: বাংলা নাটকের ডায়ালগ।

লিখুন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মুক্তাদির অনল বলেছেন: ;) ;)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: লেখার সময় তাড়াহুড়া পরিহার করুন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মুক্তাদির অনল বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.