নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

রোবটের এইসব উদ্ভাবনী ব্যবহার মানুষের চাকরী পাওয়ার অন্তরায় হবে না তো?!

১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৩

মার্কিন পাওয়ার কর্ড চাইনিজ সকেটে ঢুকছিলো না। ফোনে হোটেলের ফ্রন্ট ডেস্কের কর্মীকে জানানোর মিনিট খানেকের মধ্যেই ফোন এলো: "আপনার দরজার সামনে চাইনিজ সকেটের উপযোগী পাওয়ার এডাপ্টার নিয়ে রোবট দাঁড়িয়ে আছে। অনুগ্রহ ক'রে দরজা খুলে রোবটের কাছ থেকে এডাপ্টারটি সংগ্রহ করুন। " ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। সেই মতো আমি ভাবছি প্রায় দেড় বিলিয়ন মানুষের দেশে রোবটের এইসব উদ্ভাবনী ব্যবহার ভবিষ্যতের মানুষের চাকরী পাওয়ার অন্তরায় হবে না তো?!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: ্সেই ভয় নেই।

২| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১:৪৭

কালো যাদুকর বলেছেন: এমন সময় আসছে, আপনার software লিখার জন্য আর software লাগবে না। সবকিছুই অটোমেট হয়ে যাচ্ছে। অনেক লোকজন চাকুরী হারাচ্ছে একারনে, ভবিষ্যতে আরো হারাবে।
নিচের লিনং পড়েন।

https://www.shrm.org/resourcesandtools/hr-topics/technology/pages/can-robots-replace-humans-just-ask-elon-musk.aspx

৩| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১:৪৮

আমিই মুসাফির বলেছেন: হাঁচা কথা।প্রযুক্তির ঠেলায় মাইছের চাকরি গেছে চিপায়।

৪| ১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৪

গরল বলেছেন: মানুষ বেকার হবে না কারণ ঐ রোবটগুলো ম্যানেজ করা, রক্ষণাবেক্ষণ করা, রোবটগুলো তৈরী করা থেকে সরবরাহ করা, রোবটগুলো মার্কেটিং করা থেকে শুরু করে নতুন নতুন আরও অনেক কাজ বড়বে। মানুষকে শুধু নতুন নতুন পেশায় দক্ষ হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.