নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

ভাষা, সাহিত্য, ও সংস্কৃতি: একসাথে ধারন করে শিখলে এবং শেখালেই পোক্ত হয়..

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫


চীনের রাজধানী বেইজিং-এর দু'টি বিশ্ববিদ্যালয়ে (BFSU এবং JU ) গিয়েছিলাম জুলাই মাসে। অনেক জিনিস শেখার আছে। তার মধ্যে একটা হলো কিভাবে ভাষা, সাহিত্য, এবং সংস্কৃতিকে যুগপৎ শিখতে এবং শেখাতে হয়। BFSU ক্যাম্পাসে কথা প্রসংগে জানলাম এখানে বাংলা বিভাগ রয়েছে বাংলা ভাষা শেখার জন্য। খুব ভালো লাগলো এটা জেনে এবং দুপুরের খাবারের পরের বিরতির সময়ে গেলাম দেখতে চীনা বিশ্ববিদ্যালয়ে বিদেশী ভাষা শিক্ষার আয়োজন। ভাষা শিক্ষকবৃন্দ (বেশীর ভাগই চীনা) যিনি যে ভাষা শেখাচ্ছেন, তিনি সেই সংস্কৃতিও শেখাচ্ছেন সেই সাথে। উদাহরন: যিনি উর্দু শেখাচ্ছেন তিনি পাজামা-পান্জাবী বা কামিজ পরে ক্লাশ নিচ্ছেন, বাংলার চৈনিক ম্যাডাম শাড়ি পরে ক্লাশ নিচ্ছেন, লান্চ ব্রেকে ভাত-রুটি খাচ্ছেন, ইংরেজির শিক্ষক হ'লে স্যুটেড-বুটেড হয়ে বার্গার খাচ্ছেন ইত্যাদি। একজন ইংরেজী সাহিত্যের চীনা শিক্ষার্থীর সাথে কথা হলো: হেমিংওয়ে যার প্রিয় সাহিত্যিক। আলাপ হয়ে বোঝা গেলো, হেমিংওয়েকে সে যতো বিস্তারিত পড়েছে, তেমনটা হয়তো খোদ আমেরিকার অনেক শিক্ষার্থীও পড়ে নি। ভাষা, সাহিত্য, এবং সংস্কৃতিকে একসাথে ধারন করে শিখলে এবং শেখালেই পোক্ত হয়, আবার নতুন করে বুঝলাম।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৯:৩১

ঢাবিয়ান বলেছেন: চমৎকার অভিজ্ঞতা ।

২| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১০:২১

মা.হাসান বলেছেন: চীনারা পরিশ্রমী জাতি। ছোটবেলায় রেডিও পিকিং শুনতাম (ওরা পেচিঙ বা এর কাছাকাছি কিছু উচ্চারণ করতো)। তখনো দেখেছি চীনেরাই এই বাংলা অনুষ্ঠান পরিচালনা করতো। দেশের বাইরে বাংলা ভাষার এই পদচারনার কথা পড়ে খুব ভালো লাগলো।

৩| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১১:০০

অন্তরা রহমান বলেছেন: বাহ। অসাধারণ লাগলো পড়ে। ভাষা ইন্সটিটিউট তো ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে। সেখানে কি এরকম হয়?

৪| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১১:৪২

আহমেদ জী এস বলেছেন: মুক্ত মানব,




এটাই মূলত সত্যিকারের শিক্ষা দানের চরিত্র। এর অন্যথা হলেই ভাষা, সাহিত্য ও সংস্কৃতি জগাখিচুড়ী পাকিয়ে গুবলেট হয় যায়। যেমন আমরা। না জানি আমাদের সংস্কৃতি, না জানি সাহিত্য কি তা। এর ফলে আমরা একটা উড়নচন্ডী - উশৃঙ্খল- অজাতীয় ছাত্রসমাজ পয়দা করেছি যারা শুধু সুশিক্ষা ছাড়া কেবল অশিক্ষা-কুশিক্ষায় পারদর্শী। তাই ফেসবুকীয় ভাষা ছাড়া আমাদের বলায়-লেখায় অকৃত্রিম বাংলা ভাষার দেখা মেলা ভার। সুস্থ্য কোনও সংস্কৃতির দেখা পাওয়াও বিরল।

অন্তরা রহমান বলেছেন, "ভাষা ইন্সটিটিউট তো ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে। সেখানে কি এরকম হয়?" সেখানে এরকম হয় কিনা জানিনে তবে হয় যে না, তা শতভাগ নিশ্চিত।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১২:০৮

আখেনাটেন বলেছেন: চীনারা শিখছে...। এগুলোই প্রমাণ করে চীনারা অদূর ভবিষ্যতে দুনিয়া শাসন করতে যাচ্ছে।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আহমেদ জী এস বলেছেন: মুক্ত মানব,


এটাই মূলত সত্যিকারের শিক্ষা দানের চরিত্র। এর অন্যথা হলেই ভাষা, সাহিত্য ও সংস্কৃতি জগাখিচুড়ী পাকিয়ে গুবলেট হয় যায়। যেমন আমরা। না জানি আমাদের সংস্কৃতি, না জানি সাহিত্য কি তা। এর ফলে আমরা একটা উড়নচন্ডী - উশৃঙ্খল- অজাতীয় ছাত্রসমাজ পয়দা করেছি যারা শুধু সুশিক্ষা ছাড়া কেবল অশিক্ষা-কুশিক্ষায় পারদর্শী। তাই ফেসবুকীয় ভাষা ছাড়া আমাদের বলায়-লেখায় অকৃত্রিম বাংলা ভাষার দেখা মেলা ভার। সুস্থ্য কোনও সংস্কৃতির দেখা পাওয়াও বিরল।

- একদম। আমাদের আধুনিক, শিক্ষত'রা (বড় অংশ) বাংলা, বাংলিশ, হিন্দি একসাথে মিশিয়ে কথা বলাটাকে স্মার্টনেস মনে করে। স্কুল কলেজ, ভার্সিটির স্যারেরা বাংলা ভাষায় কথা বলতে চান না।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৩:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
যে যাই বলুক। বাংলা ভাষা ইংরেজি আরবি বা স্প্যানিশের চেয়ে অনেক উচ্চ মানের ভাষা।
ইংরেজিতে অনেক কিছুর উচ্চারণ লেখা যায়না। যেমন রুশ ভাষায় ট বর্ন নেই, ইংরেজিতে ত বর্নটি নেই, তবলা কে টবলা বলতে হয়। চ ও ছ কে আলাদা উচ্চারন লেখা কঠিন হয়ে যায়।
আরবিতেও অনেক কিছুর উচ্চারণ লেখা যায়না, বলাও যায় না
আরবিতে প অক্ষর নেই ড নেই। পাকিস্তান কে বাকিস্তান বলতে হয়। হাসেম কে ঘাশেম
বাংলা পৃথিবীর যে কোন ভাষার চেয়ে সমৃদ্ধ ভাষা।

এরপরও প্রবাসি বাংগালীদের দেখি বাচ্চাদের বাংলা শিখাচ্ছেন না, এমনকি কথাও শিখাচ্ছেন না, বাসায়ও বাচ্চাদের সাথে বাংলা না বলে ইংলিশ কথা বলছেন।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: চীন দেশ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু আমরা শিখি না। আমরা শিখি সাউথ ইন্ডিয়ান মুভি দেখে।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৯:৪৭

দৃষ্টিসীমানা বলেছেন: ঠিক কথাটি বলেছেন, রাজীব নুর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.